Game

10 hours ago

Women’s ODI World Cup: মহিলা ওয়ানডে বিশ্বকাপ, ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার ফাইনালে দক্ষিণ আফ্রিকা

Women’s world Cup cricket in Guwahati on October 29, 2025
Women’s world Cup cricket in Guwahati on October 29, 2025

 

কলকাতা, ৩০ অক্টোবর : গুয়াহাটিতে প্রথমবার মহিলা ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা! দক্ষিণ আফ্রিকার জয় ১২৫ রানে। গুয়াহাটিতে বুধবার ৩১৯ রানের বড় পুঁজি গড়ে চারবারের শিরোপা জয়ী ইংল্যান্ডকে ১৯৪ রানে গুটিয়ে দিয়েছে লরা উলভার্টের দল। গত দুই আসরে এই ইংল্যান্ডের বিপক্ষেই সেমি-ফাইনালে হেরে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এবারের আসরে প্রথম পর্বে ইংলিশদের বিপক্ষে ৬৯ রানে গুটিয়ে ম্যাচ হেরেছিল তারা ১০ উইকেটে। সেই দলকেই এবার ব্যাটে-বলে গুঁড়িয়ে, মধুর প্রতিশোধ নিয়ে শিরোপার মঞ্চে পা রখেছে দক্ষিণ আফ্রিকা। ২০ চার ও ৪ ছক্কায় ১৪৩ বলে ১৬৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে এই জয়ের মূল কারিগর দক্ষিণ আফ্রিকার অধিনায়ক উলভার্ট। ম্যাচ-সেরার পুরস্কারও পেয়েছেন তিনি। প্রথম শিরোপার লক্ষ্যে দ্বিতীয় সেমি-ফাইনালে ভারত ও অস্ট্রেলিয়ার জয়ী দলের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।

You might also like!