
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বাড়ি সাজাতে গাছ রাখার চল নতুন নয়, তবে এখন গৃহসজ্জায় ট্রেন্ডের শীর্ষে লাকি বাম্বু। সংসারের শ্রীবৃদ্ধি ও সৌভাগ্যের আশায় অনেকেই এই গাছ ঘরে রাখেন। তবে সামান্য অবহেলাতেও এর ক্ষতি হয়ে যেতে পারে। দেখে নেওয়া যাক, লাকি বাম্বুর যত্নে কোন ৮টি ভুল করলে বিপদ অনিবার্য!
* লাকি বাম্বুর গোড়া ভিজে থাকা ভালো। তবে অতিরিক্ত জল দেওয়া উচিত নয়। তাতে গাছের গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকে। লাকি বাম্বু গাছের পাতা হলুদ হয়ে গেলে, জল দেওয়া কমাতে হবে।
* মিনারেল ওয়াটার লাকি বাম্বুর গোড়ায় দিন। নইলে গাছের পাতা হলুদ হয়ে সমস্যা দেখা দিতে পারে।
* সরাসরি সূর্যালোকে লাকি বাম্বু রাখবেন না। পরিবর্তে ঘরে রাখুন, যেখানে সরাসরি গাছের গোড়ায় রোদ লাগতে পারবে না। জানলার পাশে রাখলে অতিরিক্ত রোদের সময় পর্দা টেনে রাখুন।
* যে পাত্রটিতে লাকি বাম্বু রেখেছেন, সেটিও পরিষ্কার করুন। ওই পাত্রে রাখা পাথর পরিষ্কার করুন। গাছের গোড়ায় থাকা শুকনো পাতা তুলে ফেলে দিন।
* লাকি বাম্বুর টবে জল দাঁড়াতে যেন না পারে, সেদিকে খেয়াল রাখুন। নইলে সমস্যা দেখা দিতে পারে।
* অতিরিক্ত সার দেবেন না। নইলে লাকি বাম্বুর ক্ষতি হতে পারে। পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে।
* লাকি বাম্বু ১৮ থেকে ৩৫ ডিগ্রির মধ্যে রাখুন। নইলে গাছের ক্ষতি হতে পারে।
* লাকি বাম্বুকে নিজের মতো করে বাড়তে থাকে। গাছের ক্ষতি না চাইলে নির্দিষ্ট সময়মতো গাছের পাতা কেটে ফেলুন। নইলে লাকি বাম্বুর ক্ষতি হতে পারে।
