Country

7 hours ago

CBSE: CBSE পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি আউট! দশম ও দ্বাদশের সব বিষয়ের তারিখ দেখুন এক নজরে

CBSE
CBSE

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:আগামী বছরের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশিত হয়েছে। পরীক্ষা শুরুর প্রায় ১১০ দিন আগেই বোর্ডের পক্ষ থেকে দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হলো।১৭ ফেব্রুয়ারি থেকে লিখিত পরীক্ষায় বসবে দশম এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা। দশম শ্রেণির পরীক্ষা শেষ হবে ১০ মার্চ। দ্বাদশ শ্রেণির পরীক্ষা চলবে ৯ এপ্রিল পর্যন্ত।

জানা গিয়েছে, অধিকাংশ পরীক্ষাই শুরু হবে সাড়ে দশটায়। শেষ হবে একটা তিরিশে। কিছু বিষয়ে পরীক্ষা অবশ্য সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। সমস্ত পরীক্ষার্থীকে পরীক্ষার সূচির পিডিএফ ডাউনলোড করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বলে রাখা ভালো, ২০২৬ সালের পরীক্ষা থেকেই চালু হবে নতুন নিয়মও। দশম শ্রেণিতে দু’বার বোর্ড পরীক্ষা আয়োজিত হবে। প্রথম পর্বের পরীক্ষা ১০ মার্চ শেষ হলেও দ্বিতীয় পর্বের পরীক্ষা হবে ১৫ মে থেকে। যে সব পরীক্ষার্থীরা প্রথম পর্বে পরীক্ষা দিয়ে সন্তুষ্ট থাকবে না, তারা দ্বিতীয় পর্বের পরীক্ষায় বসতে পারবে।

কীভাবে জানা যাবে সিবিএসই পরীক্ষার সময়সূচি?

১. সিবিএসইর অফিশিয়াল ওয়েবসাইট cbse.gov.inতে ক্লিক করুন।

২ . হোমপেজে গিয়ে Main Website লিঙ্কে ক্লিক করুন।

৩. একটি নতুন পেজ খুলবে। সেখানে গিয়ে ‘Date Sheet for Class X and XII for Board Examinations – 2026 -reg (5.96 MB) 30/10/2025’-তে ক্লিক করুন।

৪. এই লিঙ্কে ক্লিক করলে একটি পিডিএফ আসবে।

৫. ওই পিডিএফ ডাউনলোড করলেই পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি জানা যাবে।

পরীক্ষার্থীদের কী করণীয়

১. পরীক্ষার সময়সূচি প্রিন্ট করিয়ে রাখতে হব।

২. পরীক্ষার দিনগুলিকে ‘হাইলাইট’ করে রাখা দরকার।

৩. স্কুলের সঙ্গে যোগাযোগ রেখে প্র্যাকটিক্যাল/ প্রোজেক্ট জমা দেওয়ার দিনগুলি জেনে নিতে হবে।

You might also like!