Horoscope

5 days ago

Today's Horoscope: ফাল্গুন শুক্লা ত্রয়োদশী তিথিতে থাকছে সুকর্ম যোগ ও ধৃতি যোগ! জানুন আজকের রাশিফল

Today's Horoscope
Today's Horoscope

 

১। মেষ রাশিঃ টাকা রোজগারের জন্য আজ উপযুক্ত দিন মেষ রাশির জাতকদের। তবে আয় বাড়লেও মনে দুঃখ থাকবে। নানা দিক থেকে বিপদ আসতে পারে। বন্ধুর সঙ্গে মনোমালিন্য হতে পারে, এমনকি বন্ধুবিচ্ছেদ হওয়ারও যোগ রয়েছে। মায়ের স্বাস্থ্য চিন্তার কারণ হতে পারে। বিষাক্ত জন্তুর থেকে সাবধান। ঠান্ডা লেগে শ্বাসকষ্ট হতে পারে।

২। বৃষ রাশিঃ কেরিয়ারের দিক দিয়ে আজকের দিনটি শুভ বৃষ রাশির জাতকদের জন্য। যে চাকরি পাওয়ার জন্য আপনি অনেক দিন ধরে চেষ্টা করছিলেন, আজ তা পেয়ে যেতে পারেন। ভাইয়ের সঙ্গে সম্পর্কের অবনতি হবে। ব্যবসায় আজ কোনও ঝুঁকি না নেওয়াই ভালো। স্বামী ও স্ত্রীর মধ্যে সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে।

৩। মিথুন রাশিঃ মিথুন রাশির জাতকরা আজ গোপন শত্রুর কবলে পড়তে পারেন। আত্মীয়কে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার সবটা না জানানোই ভালো। শরীর আজ খুব একটা ভালো থাকবে না। চর্মরোগ, চোখের সমস্যা, সর্দি, রক্তপাত হওয়ার আশঙ্কা আছে। আজ কাউকে টাকা ধার দেবেন না বা কারওর কাছ থেকে টাকা ধার নেবেন না।

৪। কর্কট রাশিঃ আজ সারাদিন শরীর স্বাস্থ্য নিয়ে বিব্রত থাকতে হবে কর্কট রাশির জাতকদের। নানা রকম অসুখ বিসুখ হতে পারে। সন্তানের পড়াশোনা নিয়ে আপনাকে চিন্তিত থাকতে হবে। আজ হঠকারী কোনও সিদ্ধান্ত না নেওয়াই ভালো। আয় ভালো হবে। তবে তরলজাত দ্রব্যের ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব একটা শুভ নয়।

৫। সিংহ রাশিঃ আজ বেশ কিছু অতিরিক্ত ব্যয় হতে পারে সিংহ রাশির জাতকদের। বাড়ি তৈরি করতে অথবা মেরামতির কাজ করাতে গিয়ে আপনার বেশ কিছু টাকা খরচ হয়ে যেতে পারে। প্রেম নিবেদনের জন্য আজ একটি আদর্শ দিন। প্রিয় মানুষের কাছে নিজের মনের কথা বলে ফেলুন। বন্ধুস্থানীয় ব্যক্তির জন্য অতিরিক্ত খরচ হতে পারে।

৬। কন্যা রাশিঃ ভ্রাতৃস্থানীয় কোনও ব্যক্তির কারণে আজ কন্যা রাশির জাতকদের ক্ষতির সম্ভাবনা প্রবল। গৃহঋণ পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করলে আজ পেয়ে যেতে পারেন। অহেতুক কারওর সঙ্গে বিবাদে জড়াবেন না। ব্যবসা সংক্রান্ত বিষয়ে সুখবর পেতে পারেন। যা আপনার নিশ্চিত ভাবে পাওয়ার কথা, তা পেতে বাধা আসবে।

৭। তুলা রাশিঃ আজ বাক সংযম বজায় রাখুন তুলা রাশির জাতকরা। কথায় নিয়ন্ত্রণ না রাখলে সমস্যায় পড়তে হতে পারে। আত্মীয়রা আজ আপনার সঙ্গে শত্রুতা করতে পারে। আয় বুঝে ব্যয় করা উচিত হবে। না হলে অতিরিক্ত খরচ আপনার জন্য সমস্যা ডেকে আনবে। বাবার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হবেন। কর্মক্ষেত্রে আইনি সমস্যায় বিব্রত হতে হবে।

৮। বৃশ্চিক রাশিঃ আজ নানা অসুখে ভুগতে হবে বৃশ্চিক রাশির জাতকদের। ফেলে না রেখে ডাক্তার দেখিয়ে নেওয়াই ভালো। উত্তেজনার বশে কোনও সিদ্ধান্ত আজ না নেওয়াই ভালো। ব্যবসা মোটের উপর ভালোই চলবে। অধঃস্তন কোনও কর্মচারী থেকে আপনার আজ সমস্যা আসতে পারে। কাউকে আজ টাকা ধার দেবেন না।

৯। ধনু রাশিঃ আজ প্রচুর খরচ হতে চলেছে ধনু রাশির জাতকদের। মায়ের কোমরের সমস্যা আপনাকে উদ্বিগ্ন করবে। বন্ধুর থেকে উপকার পেতে চলেছেন। স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কে সমস্যা আসতে পারে। ভ্রাতৃস্থানীয় কোনও ব্যক্তি আজ আপনার জন্য সন্ধের আগেই সুখবর নিয়ে আসবেন ।

১০। মকর রাশিঃ আজ মকর রাশির জাতকদের প্রাপ্তিক্ষেত্রে বাধা রয়েছে। নিজের পাওনা টাকা ফসকে যেতে পারে। বড় ভাই বা বোনের কোনও সমস্যায় আপনি বিব্রত হবেন। অগ্নিজাত দ্রব্যের ব্যবসায়ীদের আজ আর্থিক লাভ হতে পারে। ক্রনিক শারীরিক সমস্যায় কষ্ট পেতে পারেন। সন্তানের জন্য আজ অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে।

১১। কুম্ভ রাশিঃ ভাগ্য আজ কুম্ভ রাশির জাতকদের প্রতি সদয় হবে। পরিবার থেকে কোনও সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে শত্রুতার সম্মুখীন হতে পারেন। সহকর্মীরাই আড়ালে থেকে আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে। ইলেকট্রিক বা অগ্নিজাত দ্রব্য থেকে সাবধান থাকুন। চর্মরোগে কষ্ট পেতে হতে পারে। আয় বাড়ার যোগ আছে।

১২। মীন রাশিঃ আজ নতুন কোনও কাজ শুরু না করাই ভালো মীন রাশির জাতকদের। বিশেষ প্রয়োজনে আজ আপনাকে কিছু অর্থ ব্যয় করতে হতে পারে। চোখের সমস্যায় কষ্ট পেতে পারেন। অংশীদারি ব্যবসায় লাভ হতে পারে। হাড়ের আঘাত পেয়ে কষ্ট পাবেন। তীর্থস্থানে ভ্রমণের যোগ রয়েছে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন।


You might also like!