kolkata

10 hours ago

Agnimitra Paul Slammed Mamata: কোনও হিন্দুই মমতাকে ভোট দেবেন না, অগ্নিমিত্রা পল

Agnimitra Paul Slammed Mamata
Agnimitra Paul Slammed Mamata

 

কলকাতা, ১২ মার্চ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সরব হলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। তাঁর কথায়, কোনও হিন্দুই মমতাকে ভোট দেবেন না। একইসঙ্গে অগ্নিমিত্রা পল বলেছেন, আমরা জাতীয়তাবাদী মুসলিমদের বিরুদ্ধে নই, বরং যারা হিন্দুদের কোণঠাসা করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে... আমরা সাসপেনশনে ভয় পাই না।

"গণতন্ত্র বিরোধী সরকার, আর নেই দরকার" এই স্লোগান তুলে বুধবার বিধানসভার বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি বিধায়করা। সরকারের সমালোচনা করে অগ্নিমিত্রা পল বলেছেন, "হিন্দুদের বিষয়ে আমাদের (বিজেপি) বিধানসভায় কথা বলতে দেওয়া হচ্ছে না, হিন্দু মন্দির ভাঙচুর করা হচ্ছে... বাংলাদেশের পরিস্থিতি দেখে এখন হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে, যা দেখে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন। কোনও হিন্দু তাঁকে ভোট দেবে না।"


You might also like!