Game

2 days ago

Uruguay Quarter Finals:কোপার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল উরুগুয়ে

Uruguay Quarter Finals
Uruguay Quarter Finals

 

নিউইয়র্ক, ২৮ জুন : শুক্রবার বলিভিয়ার বিপক্ষে ৫-০ গোলে বিশাল জয় পেল উরুগুয়ে । আর এই জয়ে কোপার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল উরুগুয়ে।শুক্রবার মেটলাইফ স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণে গেছে উরুগুয়ে। ম্যাচের আট মিনিটে উরুগুয়েকে এগিয়ে দেন উইঙ্গার ফ্যাকুন্ডো পেলিস্ট্রি। এরপর ম্যাচের ২১ মিনিটে উরুগুয়েকে দ্বিতীয় গোল করে এগিয়ে দেন লিভারপুলের স্ট্রাইকার ডারউইন নুনেজ। ২ গোলের লিড নিয়ে বিরতিতে যায় উরুগুয়ে।

দ্বিতীয়ার্ধে তিন গোল করে বড় জয় নিশ্চিত করে উরুগুয়ে। ৭৭ মিনিটে ম্যাক্সিমিলিয়ানো আরাউজো তৃতীয় গোলটি করেন। তার চার মিনিট পর রিয়াল মাদ্রিদ তারকা মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে ম্যাচের চতুর্থ গোল করেন। আর ৮৯ মিনিটে রদ্রিগো বেন্টানকুর পঞ্চম গোলটি করেন।শুক্রবার জয়ের পর কোপার কোয়ার্টার ফাইনালে উঠে গেল উরুগুয়ে। আর এই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকেই বলিভিয়ার বিদায় নেওয়া নিশ্চিত।


You might also like!