Game

4 days ago

Copa America: কোপা আমেরিকা: পেরুকে হারিয়ে পরের রাউন্ডে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল কানাডা

Copa America (File Picture)
Copa America (File Picture)

 

কানসাস, ২৬ জুন: প্রথম ম্যাচে আর্জেন্টিনার কাছে হেরেছিল কানাডা। টুর্নামেন্টে টিকে থাকতে হলে বুধবার পেরুর বিপক্ষে জয় ছাড়া বিকল্প ছিল না তাদের। পেরুর মত দলের কাছে কাজটা কঠিন ছিল। কিন্তু তা সম্ভব হল যখন পেরুর ডিফেন্ডার মিগুয়েল আরাউহো লাল কার্ড দেখায় এবং পেরুর খেলোয়াড় সংখ্যা দাড়ায় ১০। আর সেই সুবাদে পেরুকে হারিয়ে শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখল কানাডা।

যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে মঙ্গলবার রাতে পেরুকে ১-০ গোলে হারাল কানাডা। ম্যাচের একমাত্র গোলটি করেছেন জনাথন ডেভিড।

বুধবার আর্জেন্টিনা দ্বিতীয় ম্যাচে চিলিকে হারিয়ে ১ ম্যাচ হাতে রেখেই পরের রাউন্ডে চলে গেল লিওনেল মেসির দল। প্রথম ম্যাচে কানাডাকে হারিয়ে 'এ' গ্রুপের শীর্ষে আছে তারা। ১ জয় এবং ১ হার নিয়ে দুইয়ে কানাডা।

পেরুর এই হারে শেষ ষোলোয় যাওয়ার সম্ভাবনা প্রায় শেষ। পরের রাউন্ডে যাওয়ার আশা টিকিয়ে রাখতে শেষ ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে জিততেই হবে তাদের। সুতরাং কাজটা খুবই কঠিন।


You might also like!