Entertainment

6 days ago

Kriti Shannon:অভিনেতাদের হিসাবি হওয়ার আহ্বান কৃতির

Kriti Shannon
Kriti Shannon

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ একের পর এক সফলতার কাহিনি লিখে চলেছেন অভিনেত্রী কৃতি শ্যানন। চলতি বছর তাঁর অভিনীত দুটি ছবি ‘তেরে বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’ ও ‘ক্রু’ মুক্তি পেয়েছে।

দুটি ছবিই বক্স অফিসে ভালো ব্যবসা করেছে। এদিকে তিনি শিগগিরই প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে কৃতি বলিউডের নানা বিষয় নিয়ে কথা বলেন।

কৃতি ‘দো পাত্তি’ ছবির মাধ্যমে প্রযোজক হিসেবে ফিল্মি জগতে আসতে চলেছেন। নেটফ্লিক্সের এই ছবিতে তাঁর সঙ্গে আছেন অভিনেত্রী কাজল। সম্প্রতি কোরিওগ্রাফার ও নির্মাতা ফারাহ খান, নির্মাতা অনুরাগ কশ্যপ অভিনেতাদের ফালতু খরচ নিয়ে সরব হয়েছেন। তাঁদের কথায়, অভিনেতারা এক বড়সড় দল নিয়ে সেটে হাজির হন। সেসব খরচের জোগান দিতে গিয়ে ছবির বাজেট বেড়ে যায়।

অভিনেতাদের অহেতুক দাবির কারণে প্রযোজকদের পকেট ফাঁকা হওয়ার জোগাড়। প্রযোজক হিসেবে কৃতিও নিজের মতামত প্রকাশ করেছেন। অভিনেত্রীর কথায়, ছবি নির্মাণের সময় এমন কিছু ব্যাপার আছে, যেখানে অনাবশ্যক খরচ অনেক বেশি মাত্রায় হয়। কিন্তু শেষ পর্যন্ত ছবির গল্পই শেষ কথা। অভিনেতাদের দাবি মেটানোর চেয়ে গল্পকে বেশি প্রাধান্য দেওয়া প্রয়োজন। একজন অভিনেতার তাঁর যোগ্যতা অনুযায়ী পারিশ্রমিক পাওয়া উচিত। এ ছাড়া আরও অনেক বিষয় দেখা প্রয়োজন। বিশেষ করে ছবির গল্প যেন গুরুত্ব পায়।

কৃতি অভিনয়শিল্পীদের উদ্দেশে বলেন, ‘আমার মতে সব অভিনেতার সেটের খরচের দিকে নজর দেওয়া প্রয়োজন। সবার উচিত, অপ্রয়োজনীয় খরচ বন্ধ করা। আমি কখনোই অহেতুক দাবি করি না।’

এ প্রসঙ্গে ভারতের জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী কৃতি জানান, ‘আমার কখনো এ ধরনের অভিজ্ঞতা হয়নি, তাই আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে পারব না। শিল্পীদের এমন দাবি কখনোই করা উচিত নয়, যা তাঁদের হাস্যোস্পদ করে তোলে। তবে অনেক অভিনেতাই বিশেষ ডায়েটে থাকেন, সে ক্ষেত্রে তিনি তো তাঁর চাহিদামতো খাবার চাইবেনই। আমি যখন “মিমি” ছবিটি করছিলাম, তখন ওজন বাড়ানোর জন্য আমাকে বিশেষ ধরনের ডায়েট মেনে চলতে হচ্ছিল। আমি কেবল এই ছবির জন্যই তা করেছিলাম। এ ক্ষেত্রে প্রযোজনার সংস্থার উচিত অভিনেতার দেখভাল করা। তবে এ কথা ঠিক যে খরচের ক্ষেত্রে আমাদের আরও সতর্ক থাকতে হবে।’

কৃতি এখন তাঁর প্রযোজিত ও অভিনীত ছবি ‘দো পাত্তি’র কাজে ব্যস্ত। ছবিটি পরিচালনা করছেন শশাঙ্ক চতুর্বেদী। চলতি বছরের শেষের দিকে ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পাবে। এ ছাড়া আগামী দিনে কৃতিকে দেখা যাবে ‘হাউসফুল ৫’, ‘সেকেন্ড ইনিংস’, ‘কিল বিল’-এর হিন্দি রিমেক ও ‘ভেড়িয়া ২’ ছবিতে।


You might also like!