Game

1 week ago

Copa America: কোপা আমেরিকা: উদ্বোধনী অনুষ্ঠান হবে জমকালো, তৈরি যুক্তরাষ্ট্র

Copa America: The opening ceremony will be spectacular, made by the United States
Copa America: The opening ceremony will be spectacular, made by the United States

 

নিউইয়র্ক, ২০ জুন: শুক্রবার ভোরে শুরু হবে কোপা আমেরিকা। ৪৮ তম আসর নিয়ে যুক্তরাষ্ট্র তৈরি। জমকালো উদ্বোধনী অনুষ্ঠান থাকছে কোপাতে। আর্জেন্টিনা-কানাডা ম্যাচের শুরুর আগে উদ্বোধনী অনুষ্ঠান নাচে-গানে মাতাবেন উত্তর ও দক্ষিণ আমেরিকার চলচ্চিত্র ও সংগীত জগতের তারকারা। অনুষ্ঠানে সবচেয়ে বড় আকর্ষণ কলম্বিয়ান গায়িকা শাকিরা ও ফেইডের কনসার্ট। ফেইড বর্তমান সময়ে বিশ্বের অন্যতম জনপ্রিয় একজন গায়ক, সুরকার এবং গীতিকার। দক্ষিণ ও উত্তর আমেরিকা অঞ্চলের বড় বড় ইভেন্টে তার জনপ্রিয়তা অনেক। তাই তার গান দিয়েই অনুষ্ঠান শুরু করবে কনমেবল। পারফর্ম করবেন জনপ্রিয় গায়িকা সাকিরা।

এদিকে বিশ্ব চ্যাম্পিয়ন মেসির আর্জেন্টিনা খেলা দেখতে ইতোমধ্যে শেষ হয়ে গেছে ৭১ হাজার ধারণ ক্ষমতার মার্সিডিস বেঞ্জ স্টেডিয়ামের সব টিকিট।

সুতরাং কোপার ওপেনিংয়ের জমকালো অনুষ্ঠান ও মেসিদের খেলা দেখার জন্য অপেক্ষায় যুক্তরাষ্ট্র।

You might also like!