Entertainment

3 days ago

Richa Chadha Backs Deepika Padukone: প্রেগন্য়ান্সিতে পেন্সিল হিল পরে চর্চায় দীপিকা,জ্ঞানদাতাদের যোগ্য জবাব আরেক ভাবী-মায়ের

Richa Chadha Backs Deepika Padukone
Richa Chadha Backs Deepika Padukone

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আর মাত্র একটা দিনের অপেক্ষা। আগামী ২৭ জুন বিগ স্ক্রিনে মুক্তি পাবে অশ্বিনী নাগ পরিচালিত বহু প্রতিক্ষীত মুভি কল্কি। প্রথমবার এই ছবির মাধ্যমে বড় পর্দায় জুটি বাঁধছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস ও বলিউডের গ্ল্যাম ডল দীপিকা পাডুকোন। এছাড়াও এই ছবিতে রয়েছেন অমিতাভ বচ্চন, শাশ্বত চট্টোপাধ্যায় সহ আরও অনেকেই। শে, মুহূর্তে ছবির প্রচারে সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন প্রভাস,অমিতাভ ও দীপিকা। কালো বডিকন ড্রেসে স্পষ্ট ছিল দীপিকার বেবি বাম্প। বলা ভালো প্রেগন্যান্সির ছ'মাস পর প্রথমবার বেবি বাম্প প্রদর্শন করলেন বলিউডের মস্তানি। সেই সঙ্গে নজর কেড়েছিল দীপিকার পেন্সিল হিল। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচকরা একেবারে বিচারসভা বসিয়ে দিয়েছিলেন। অন্তঃসত্ত্বা অবস্থায় এই রকম হিল পরা উচিত নয় বলেও দীপিকাকে পরামর্শ দেওয়া হয়েছে। ট্রোলের কড়া জবাব দিলেন মম টু বি রিচা চড্ডা।

অভিনেত্রী রিচা চাড্ডা সোশাল মিডিয়ায় লেখেন, "নো ইউটেরাস, নো জ্ঞান ৷" এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন, যাঁরা গর্ভবতী অবস্থার মধ্যে দিয়ে গিয়েছেন তাঁরা কেবলমাত্র তাঁদের সুবিধা-অসুবিধাগুলি বুঝবে ৷ কিন্তু যাঁরা কোনওদিন মা হননি বা এই অবস্থার মধ্য দিয়ে যাননি, তাঁদের পক্ষে বোঝা সম্ভব নয়, গর্ভবতীরা কীসে স্বাচ্ছন্দ্য বোধ করেন ৷

খুব তাড়াতাড়ি মাতৃত্বের স্বাদ পেতে চলেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ৷ প্রথম সন্তান আসার অপেক্ষায় রণবীর সিং ৷ ফেব্রুয়ারিতে ইনস্টাগ্রামে এই পাওয়ার-কাপল সন্তান আসার সুখবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন ৷ এরপর থেকেই গর্ভবতী দীপিকাকে নিয়ে কটাক্ষ শুরু হয় ৷ সোশাল মিডিয়ায় চর্চা চলে তাঁর বেবিবাম্প নিয়ে ৷

যদিও একদিকে কটাক্ষের শিকার হলেও অন্যদিকে দীপিকার সাজ মন কেড়েছে তাঁর অনুরাগীদের ৷ টান টান চেহারা, চোখে মুখে ভাবী মায়ের আত্মবিশ্বাস দেখে তাঁকে 'রানি' বলে আখ্যা দিয়েছেন অনেকে ৷ এখনও পর্যন্ত খবর চলতি বছরের সেপ্টেম্বরে দীপিকার কোল আলো করে আসছে প্রথম সন্তান ৷ তবে এই অবস্থায় কাজ থেকে বিরতি নেননি দীপিকা ৷ নিজের ব্র্যান্ড ও ছবির প্রচারে ব্যস্ত অভিনেত্রী ৷ আগামী 27 জুন মুক্তি পেতে চলেছে তাঁর আসন্ন ছবি 'কালকি 2898 এডি' ৷


You might also like!