West Bengal

6 days ago

Mysterious Dead: জমি থেকে উদ্ধার জোড়া মৃতদেহ, নলহাটিতে মা ও শিশুপুত্রের মৃত্যুতে চাঞ্চল্য

Mysterious Dead in Nalhati
Mysterious Dead in Nalhati

 

বীরভূম, ২২ জুন: মা ও শিশুপুত্রর রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে চঞ্চল্য ছড়ালো বীরভূমের নলহাটিতে। নলহাটির নাকপুর চেকপোস্টের কাছে গম্ভীরা সেতুর নিচে থেকে দেহ দু'টি উদ্ধার হয়। বোরখা পরা মহিলার আনুমানিক বয়স ২৫ বছর। শিশুটি বছর পাঁচেকের। মহিলার গলায় ও তলপেটে চারটি ক্ষতচিহ্ন আছে। পরণের চুড়িদারও অগোছালো। শিশুর শরীরে দু'টি ক্ষত চিহ্ন। ঘটনার তদন্তে নলহাটি থানার পুলিশ।

শনিবার সকালে চাষের জন্য ট্রাক্টর নিয়ে কৃষকরা মাঠে যাচ্ছিলেন। গম্ভীরা সেতুর কাছে হাইটেনশেন বিদ্যুতের খুঁটির কাছে দেহ দু'টি পড়ে থাকতে দেখেন কৃষকরা। বীরভূম ও মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকা নলহাটি থানার নাকপুর চেকপোষ্টের ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে জমিতে পড়ে ছিল দু'টি দেহ। খবর যায় পুলিশের কাছে। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

You might also like!