শ্রীনগর, ১১ আগস্ট : জম্মু -শ্রীনগর হাইওয়েতে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই পুলিশ আধিকারিক। এছাড়াও একজন পুলিশ আধিকারিক আহত হয়েছেন। নিহতদের নাম - শচীন বর্মা ও শুভম, এবং আহত অফিসারের নাম মাস্তান সিং। সোমবার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অমরনাথ যাত্রার দায়িত্ব পালন শেষে শ্রীনগর থেকে জম্মু যাচ্ছিলেন তিন সাব-ইন্সপেক্টর, সেই সময় শহরের লাসজান এলাকার টেংগানে দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রাণে বাঁচানো যায়নি। দুর্ঘটনায় দুই পুলিশ আধিকারিকের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছেন।