Country

3 months ago

Jammu-Srinagar:জম্মু-শ্রীনগর হাইওয়েতে দুর্ঘটনা, প্রাণ হারালেন দুই পুলিশ আধিকারিক

Jammu-Srinagar highway accident
Jammu-Srinagar highway accident

 

শ্রীনগর, ১১ আগস্ট : জম্মু -শ্রীনগর হাইওয়েতে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই পুলিশ আধিকারিক। এছাড়াও একজন পুলিশ আধিকারিক আহত হয়েছেন। নিহতদের নাম - শচীন বর্মা ও শুভম, এবং আহত অফিসারের নাম মাস্তান সিং। সোমবার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অমরনাথ যাত্রার দায়িত্ব পালন শেষে শ্রীনগর থেকে জম্মু যাচ্ছিলেন তিন সাব-ইন্সপেক্টর, সেই সময় শহরের লাসজান এলাকার টেংগানে দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রাণে বাঁচানো যায়নি। দুর্ঘটনায় দুই পুলিশ আধিকারিকের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছেন।

You might also like!