মুর্শিদাবাদ, ১৯ আগস্ট, : বাংলাদেশ পাচারের আগেই আবারও হেরোইন উদ্ধার হল সীমান্তবর্তী থানা লালগোলায়। এবার লালগোলার পাইকপাড়া মোড় সংলগ্ন এলাকা থেকে ৩০০ গ্রাম হেরোইন-সহ এক হেরোইন পাচারকারীকে গ্রেফতার করল লালগোলা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম শাহজাহান শেখ। তার বাড়ি মালদা জেলার কালিয়াচক হলেও সে লালগোলার পাইকপাড়া এলাকায় তার শ্বশুর বাড়িতে থাকত। সোমবার রাতে গোপন খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালায় পাইকপাড়া এলাকায়। আর তখনই ৩০০ গ্রাম হেরোইন-সহ শাজাহান শেখকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
এই হেরোইন কালিয়াচক থেকে আনা হয়েছিল এবং বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল। মালদা থেকে এসে লালগোলাতে শ্বশুর বাড়িতে ছিলেন দীর্ঘদিন ধরেই। আর বর্তমানে মাদক দ্রব্য হেরোইন পাচার ছিল মূল লক্ষ্য।