Entertainment

4 days ago

Celeb Gossip:শুধুই প্রেম নয়, একত্রবাস করছেন বিজয়-তৃষা?ছবি ফাঁস হতেই তুঙ্গে জল্পনা

Together victory-thirsty?
Together victory-thirsty?

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গঙ্গাপার থেকে আরব সাগর হয়ে চারদিকে প্রেমের অনায়াস বিচরণ এখন দক্ষিণী তারকাদের। সেই মায়ায় ভুলে পর্দার তারকা জুটি বাস্তবেও একে অন্যের সঙ্গে জড়িয়ে পড়েছেন। এমন কথা অনেক দিন ধরে বিজয় থালাপাতি আর তৃষা কৃষ্ণণকে নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।  সোমবার বিজয়ের জন্মদিন ছিল। উদ্‌যাপনের কিছু ছবি প্রকাশ্যে এনেছিলেন দক্ষিণী নায়িকা। সেখানেই ফাঁস, প্রেম ছাড়িয়ে আরও গভীরে তাঁদের সম্পর্ক। বিনোদন দুনিয়া বলছে, বিজয়-তৃষা নাকি একত্রবাস করছেন!

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির তারকা জুটি বিজয় থলপতি ও তৃষা। তবে বিজয় এখন রাজনীতিতে পা দিয়ে জনপ্রিয় নেতাও। অন্যদিকে, তৃষাও সিনেমা নিয়ে দারুণ ব্যস্ত। ঠিক এরই মাঝে সোশাল মিডিয়ায় ফাঁস হল তৃষা ও বিজয়ের বেশ কিছু ছবি। যা দেখে একেবারেই স্পষ্ট তৃষা ও বিজয় লিভ ইন সম্পর্কে রয়েছেন। এমনকী, ফাঁস হওয়া ছবিতে দেখা গিয়েছে, বিজয়ের বাড়ির লিফটে দাঁড়িয়ে রয়েছেন তৃষা। এর থেকেই অনুরাগীরা দুইয়ে দুইয়ে চার করলেন তাঁদের সম্পর্ক।

এই প্রেমের গুঞ্জন শুরু হয় বিজয় এবং তৃষা ২০০৫ অভিনীত ‘গিলি’ ছবি থেকে। তারপর ‘আথি’, ‘থিরুপাচি’ এবং ‘কুরুভি’র মতো ছবিতেও জুটি বাঁধলেন তাঁরা। তবে হঠাৎই ২০০৮-এ তাঁরা জুটি বেঁধে ছবিতে অভিনয় বন্ধ করে দেন। শোনা গিয়েছিল, বিজয়ের পরিবার তাঁর উপরে তৃষার সঙ্গে ছবি না করার শর্ত চাপিয়েছিল। তখন প্রকাশ্য়ে বিজয় ও তৃষা জানিয়ে ছিলেন, তাঁরা শুধুই বন্ধু। ১৫ বছর পর সব রটনা সরিয়ে ফের তাঁরা জুটিতে লোকেশ কানাগরাজের ‘লিও’ ছবিতে। সেই ফ্রেম থেকেই আবার প্রেমের গুঞ্জন শুরু। আর এবার তো রীতিমতো এই প্রেমের প্রমাণ পেলেন অনুরাগীরা।


You might also like!