Country

1 week ago

Water crisis in delhi: দিল্লিতে জলের অভাব চূড়ান্ত পর্যায়ে, দিন-দিন খারাপ হচ্ছে পরিস্থিতি

Water crisis in delhi
Water crisis in delhi

 

নয়াদিল্লি, ১৯ জুন : রাজধানী দিল্লিতে জলের অভাব চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, দিন-দিন খারাপ হচ্ছে পরিস্থিতি। জলের জন্য নাকাল অবস্থা রাজধানীর সাধারণ মানুষের। জলের জন্য প্রায়দিনই কার্যত লড়াই করতে হচ্ছে সাধারণ মানুষকে। বুধবার সকালেও একইরকম ছবি ধরা পড়ল দিল্লির বিভিন্ন এলাকায়।

তীব্র গরমের মধ্যে জলের সঙ্কট দিল্লির বেশ কিছু এলাকার বাসিন্দাদের নাজেহাল করে তুলেছে। জল সরবরাহের জন্যে ট্যাঙ্কারের দেখা মিলতেই ঝাঁপিয়ে পড়ছেন স্থানীয়রা। কেউ ড্রাম, কেউ বালতিতে জল ভরছেন। বুধবার সকালে দিল্লির ওখলা এলাকায় জলের ট্যাঙ্কার পৌঁছতেই বড় বড় ড্রাম, বালতি নিয়ে জল সংগ্রহ করে রাখতে ভিড় করেন এলাকাবাসী। গীতা কলোনিতেও একই ছবি ধরা পড়েছে।

গীতা কলোনির বাসিন্দা এক মহিলা বলেছেন, "আমি প্রতিদিন এখানে জল সংগ্রহ করতে আসি। এখানে খুব ভিড়, খুবই খারাপ অবস্থা আমাদের।" চাহিদা মেটাতে জল কিনতে হচ্ছে বলেও জানিয়েছেন অনেকে। দিল্লির বসন্ত বিহারের কুসুম বিহার এলাকাতেও এদিন সকালে ট্যাঙ্কার থেকে জল সংগ্রহ করেন সাধারণ মানুষ।


You might also like!