International

5 months ago

Hajj 2024: হজ যাত্রায় প্রাণ হারালেন ৬৮ ভারতীয়, মৃত বেড়ে ৬৪৫

68 Indians lost their lives in the Hajj, the death toll rose to 645
68 Indians lost their lives in the Hajj, the death toll rose to 645

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রবল গরমের মধ্যেও ২০২৪ সালে হজযাত্রায় অংশ নিয়েছিলেন মুসলিম সম্প্রদায়ের ১৮ লাখের বেশি মানুষ। তাপমাত্রার পারদ যে শিখরে পৌঁছবে সেই সম্বন্ধে প্রথম থেকেই সতর্কতা জারি করা হয়েছিল। মঙ্গলবারও মক্কার তাপমাত্রা পেরোয় ৫০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি। তার জেরে হজযাত্রীর মৃত্যুর সংখ্য়াও আরও বাড়ল। কূটনৈতিক সূত্রের খবর, এখনও পর্যন্ত ৬৮ ভারতীয় প্রাণ হারিয়েছেন হজ করতে গিয়ে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কূটনীতিক সংবাদ সংস্থা AFP-কে বলেছেন, 'হজ করতে এসে প্রাণ হারিয়েছেন প্রায় ৬৫ জন ভারতীয়। মৃতদের মধ্য়ে অনেকে বয়স্ক নাগরিকও ছিলেন। বয়সজনিত কারণে মারা গিয়েছেন তাঁরা। তাপমাত্রার দাপট সহ্য করতে না পেরেই সম্ভবত অনেকের মৃত্যু হয়েছে।' 

AFP-র রিপোর্ট অনুযায়ী এবছর হজ করতে গিয়ে মৃত্য়ু হয়েছে ৬৫৪ জনের। তবে সরকারি ভাবে এখনও মৃত্যুর পরিসংখ্যান দেওয়া হয়নি। মৃতদের অধিকাংশই মিশরের বাসিন্দা। প্রায় ৩২৩ জন মিশরীয় নাগরিকের মৃত্যু হয়েছে। কূটনীতিকরা আরও জানান, কমপক্ষে ৬০ জন জর্ডানের মৃত্যু হয়েছে। মঙ্গলবার আম্মানের দেওয়ার সরকারি পরিসংখ্যান ৪১-এর থেকে বৃদ্ধি পেয়েছে। সরকারি তরফে কিছু না জানানো হলেও কূটনৈতিক সূত্রের দাবি, এখনও পর্যন্ত প্রায় ২৭০০ হজযাত্রী গরমের কারণে অসুস্থ হয়ে পড়েছেন।

যদিও সৌদি আরব প্রশাসনের দাবি, প্রতি বছর হজের সময় অত্যধিক গরম সহ্য করতে না পেরে অনেকেরই মৃত্যু হয়। প্রতিবছরই সেখানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। গত ৩০ বছরে সৌদিতে হজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। কখনও পদপিষ্ট হয়ে কখনও আবার তাঁবুতে আগুন লেগে কখনও আবার গরম সহ্য করতে না পেরে বহু মানুষের মৃত্যু হয়েছে। এবছর তীব্র তাপপ্রবাহের হজ করতে গিয়ে মৃত্যু হয়েছে ৬৪৫ জনের। মর্গে মৃতদেহের সারি। প্রবল গরমে মৃত্যুর পাশাপাশি ভিড়ের চাপে পদপিষ্ট হয়েও অনেকের মৃত্যু হয়েছে বলে খবর। দেশের সবচেয়ে বড় মর্গ আল মুয়াইজেম। সার সার মৃতদেহে ভিড়ে কার্যত গুদামে পরিণত হয়েছে মর্গ।

গত বছর ২০০ জনেরও বেশি মানুষের মৃত্য়ু হয়ে হজ করতে গিয়ে। যাঁদের মধ্য়ে বেশিরভাগ ছিলেন ইন্দোনেশিয়ার বাসিন্দা। অসুস্থ হয়ে পড়েছিলেন তিন হাজারের কাছাকাছি মানুষ। সৌদিতে এই বছর হজযাত্রা শুরু হয়েছিল শুক্রবার থেকে। গত সোমবার মক্কার তাপমাত্রা পৌঁছেছিল ৫১.৮ সেলসিয়াসে। সৌদি আরবের গবেষকরা জানিয়েছেন, প্রতি দশকে মক্কায় হজের জায়গায় তাপমাত্রা ০.৪ ডিগ্রি সেলসিয়াস করে বাড়ছে। তবে এই বছর মক্কার তাপমাত্রা গত কয়েক দশকে সর্বাধিক।

You might also like!