Country

3 days ago

Rampath of Ayodhya:বৃষ্টিতে বেহাল দশা অযোধ্যার রামপথেরও, গর্ভগৃহে জল চুঁইয়ে পড়ার পরে নতুন বিভ্রাট

Rampath of Ayodhya
Rampath of Ayodhya

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ উদ্বোধনের ৬ মাস পরই নানা সমস্যার মুখে পড়েছে অযোধ্যার রাম মন্দির। বর্ষা ঠিকমতো শুরু হওয়ার আগেই অল্প বৃষ্টিতে মন্দির চুঁইয়ে জল পড়ার ঘটনা সামনে এসেছে। এবার ধসে ক্ষতিগ্রস্ত হল রামপথও। বুধবার রাতের কয়েক পশলা বৃষ্টির পরই রামপথের একটা বড় অংশের পিচ উঠে যায়। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে মেরামতির কাজ। 

গত ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামমন্দির উদ্বোধন করেছিলেন। তার আগেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার ‘যুদ্ধকালীন তৎপরতা’য় হনুমানগড়ী থেকে রামমন্দিরগামী সঙ্কীর্ণ পথটিকে দু’পাশের বাড়িঘর ভেঙে চওড়া করেছিল। নাম দেওয়া হয়েছিল ‘রামপথ’। পাঁচ মাসের মাথায় প্রথম বৃষ্টিতেই ধস নামায় সেই রাস্তার ‘মান’ নিয়ে প্রশ্ন উঠে গেল।

এর আগে সোমবার রামলালার গর্ভগৃহের ছাদ থেকে বৃষ্টির জল চুঁইয়ে পড়তে শুরু করেছে বলে জানান রামমন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস। ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রধান পুরোহিত সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, ‘‘প্রথম বৃষ্টিতেই রামলালার মূর্তি স্থাপন করা গর্ভগৃহের ছাদ ফুটো হতে শুরু করেছে। বিষয়টিতে মনোযোগ দেওয়া উচিত এবং কী ঘাটতি রয়েছে, তা খুঁজে বার করে মেরামত করা উচিত।’’

মন্দিরের নিকাশি ব্যবস্থা অপ্রতুল বলেও সোমবার অভিযোগ করেন সত্যেন্দ্র। তিনি বলেন, ‘‘মন্দির থেকে জল বার করার কোনও জায়গা নেই। বৃষ্টি আরও বাড়লে মন্দিরে পূজার্চনা করাই সমস্যা হয়ে দাঁড়াবে।’’ এর পরে শ্রীরামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র দাবি করেন, রামমন্দির নির্মাণের ক্ষেত্রে প্রযুক্তি, সরঞ্জাম বা অন্য কোনও ত্রুটি নেই। মঙ্গলবার তিনি বলেন, ‘‘রামমন্দির নির্মাণের ক্ষেত্রে মানের সঙ্গে কোনও আপস করা হয়নি। কিন্তু মন্দিরের বিদ্যুতের লাইনগুলি বেয়ে জল ভিতরে চলে আসছে। আর সেটাই চুঁইয়ে পড়ছে।’’


You might also like!