মুম্বই : বছরে বিনামূল্যে ৩টি করে সিলিন্ডার দেওয়া হবে প্রতিটি পরিবারকে, এমনটাই ঘোষণা করলো মহারাষ্ট্র সরকার। অন্ন-ছত্র যোজনার অধীনে প্রতি বছর সমস্ত পরিবারকে বিনামূল্যে ৩টি করে সিলিন্ডার দেওয়া হবে বলে ঘোষণা করেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী এবং এনসিপি প্রধান অজিত পাওয়ার। মহারাষ্ট্র বিধানসভার অধিবেশনে অজিত পাওয়ার বলেন, “আমরা মহারাষ্ট্র সরকারের মুখ্যমন্ত্রী অন্ন-ছত্র যোজনার অধীনে প্রতিবছর সমস্ত পরিবারকে বিনামূল্যে ৩টি করে সিলিন্ডার দেব।”
উল্লেখ্য, এদিনই এনডিএ শাসিত মহারাষ্ট্রে ঘোষণা হয় মহিলাদের মাসিক ভাতা দেওয়ার প্রকল্প। মহারাষ্ট্রের মহিলা ভোটারদের ভাতা দেওয়ার কথা ঘোষণা করেন উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার। প্রকল্পের নাম ' মুখ্যমন্ত্রী মাঝি লড়কি বহিন'। বাংলায় যার অর্থ 'আমার প্রিয় বোন'। এই প্রকল্পের আওতায় মহারাষ্ট্রের প্রত্যেক মহিলাকে মাসিক দেড় হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। এমন কথাই শুক্রবার মহারাষ্ট্র বিধানসভার অধিবেশনে ঘোষণা করেন রাজ্যের উপ–মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। জুলাইয়ের ১ তারিখ থেকেই এই ভাতা কার্যকর হবে মহারাষ্ট্রের মহিলাদের জন্য।