Country

2 hours ago

Rajiv Kumar: সমস্ত অভিযোগের মোকাবিলা করা হয়েছে, তথ্য ও আইনের ভিত্তিতে : রাজীব কুমার

Rajiv Kumar
Rajiv Kumar

 

নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি : দিল্লি বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। বুধবার মেয়ে ও স্ত্রীর সঙ্গে নিউ মোতি বাগের একটি পোলিং বুথে গিয়ে ভোট দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। ভোট দেওয়ার পর তিনি বলেছেন, "আমি সমস্ত পোলিং অফিসার, নিরাপত্তা বাহিনী, এমসিডি, এনডিএমসি-কে ধন্যবাদ জানাতে চাই। সবাই গত ১-২ মাস ধরে কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। সকল রিটার্নিং অফিসার এবং ডিসিপিরা কঠোর পরিশ্রম করছেন।"

মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার আরও বলেছেন, "সিভিজিল খুবই কার্যকরী। জনতা, নেতা ও প্রার্থীরা সিভিজিল ব্যবহার করেছেন। এটির একটি ডিজিটাল ট্রেইল রয়েছে। এটি ছাড়াও, সমস্ত অভিযোগের মোকাবিলা করা হয়েছে, তথ্য ও আইনের ভিত্তিতে।"

You might also like!