kolkata

1 week ago

Weather Update: বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের ১০ জেলায়

Rain forecast in 10 districts of South Bengal
Rain forecast in 10 districts of South Bengal

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  দক্ষিণবঙ্গের দুয়ারে বর্ষা। আবহাওয়া দপ্তরের জানিয়েছে, আগামী ২-৩ দিনের মধ্যেই দক্ষিণের জেলাগুলিতে বর্ষা প্রবেশ করবে। কমবে তাপমাত্রা, স্বস্তি পাবেন দক্ষিণবঙ্গের মানুষজন। ওদিকে বর্ষা এখনও না ঢুকলেও গতকাল থেকে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে শুরু হয়েছে বৃষ্টি। আজও সেই সিলসিলা জারি থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।

কোথায় কোথায় বৃষ্টি? আজ বৃষ্টির সম্ভাবনা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। হালকা বৃষ্টি হতে পারে কলকাতাতেও। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে টানা বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি। আগামী ২৬ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তালিকায় রয়েছে কলকাতাও। কোনো কোনো জেলায় ঘণ্টায় ৩০-৪০ কোথাও ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

You might also like!