Game

5 days ago

West Indies-United States: আমেরিকাকে হারিয়ে সেমিতে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল ওয়েস্ট ইন্ডিজ

West Indies kept their hopes of going to the semis alive by defeating America
West Indies kept their hopes of going to the semis alive by defeating America

 

বারবাডোস, ২২ জুন: ব্যাটিং ও বোলিংয়ে ভালো পারফরমেন্স দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজ আমেরিকাকে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল। বোলিংয়ে আন্দ্রে রাসেল-রস্টন চেজরা ও ব্যাটিংয়ে শাই হোপ এবং নিকোলাস পুরানরা দাপট দেখালেন।

শনিবার বার্বাডোজে আমেরিকাকে ৯ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। যুক্তরাষ্ট্রের দেওয়া ১২৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১০ ওভার ৫ বলেই জয়ে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।

আর আমেরিকার ১২৮ রান ৫৫ বল থাকতেই পেরিয়ে গিয়ে রান রেটও বাড়িয়ে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১৯ রানে ৩ উইকেট নেওয়া চেইস জেতেন ম‍্যাচ সেরার পুরস্কার। আর রাসেল ৩ উইকেট নেন ৩১ রানে।

২ ম‍্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে দক্ষিণ আফ্রিকা। একটি করে জয় পেয়ে পরের দুটি স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল‍্যান্ড। আমেরিকার বিপক্ষে বড় জয়ে রান রেটে এগিয়ে থাকার জন্য দুই নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। আর আমেরিকা দুটো ম্যাচ থেকে কোন পয়েন্ট না নিয়ে রয়েছে সর্বশেষ স্থানে।

You might also like!