Game

3 days ago

World T20: টি-টোয়েন্টি বিশ্বকাপ: আফগানিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে প্রোটিয়ারা

Proteas beat Afghanistan in final for first time
Proteas beat Afghanistan in final for first time

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনালে গেল দক্ষিণ আফ্রিকা। তারা হারালো এবারের প্রতিযোগিতায় জায়ান্ট কিলার আফগানিস্তানকে।

ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার অফগানিস্তানের দেওয়া মাত্র ৫৭ রানের লক্ষ্য ৯ উইকেটে জিতে গেল এইডেন মার্করামের দল। বারবার সেমিতে গিয়ে দক্ষিণ আফ্রিকাকে বিদায় নিতে হয়েছে। তাই 'চোকার্স' নামে ডাকা হতো দক্ষিণ আফ্রিকাকে । অবশেষে সেই 'চোকার্স'রা এবার ফাইনালের টিকিট কাটলো।১৯৯৮ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছিল দক্ষিণ আফ্রিকা। এরপর আর কখনও আইসিসির কোন ইভেন্টে ফাইনাল খেলতে পারেনি তারা।

আফগানিস্তান টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠায়। ব্যাটিং করতে নেমে শুরুতে ডি কককে হারায় তারা।এরপর অধিনায়ক মার্করাম ওপেনার রেজা হেনড্রিক্সকে সঙ্গে নিয়ে জয়ের রান সংগ্রহ করেন। মার্করাম ২১ বলে ২৩ এবং হেনড্রিক্স ২৫ বলে ২৯ রানে অপরাজিত থাকেন।২৯ জুন ফাইনালে দক্ষিণ আফ্রিকা, ভারত ও ইংল্যান্ডের মধ্যে যে বিজয়ী হবে তার সঙ্গে খেলবে।


You might also like!