West Bengal

1 week ago

Jhargram: স্কুলে ঢুকতে বাঁধা প্রধান শিক্ষিকাকে! ধর্নায় সেই শিক্ষিকা

Teacher of a School (File Picture)
Teacher of a School (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ স্কুল কর্তৃপক্ষ প্রধান শিক্ষিকার দায়িত্ব হস্তান্তর করছেন না। প্রধান শিক্ষিকা তাই স্কুলের মেন গেটের বাইরে রাস্তার পাশে চেয়ার-টেবিল নিয়ে কার্যত ধর্নায় বসেছেন। এই ঘটনা ঝাড়গ্রাম শহরের পুরাতন ঝাড়গ্রামে অবস্থিত শ্রীরামকৃষ্ণ সারদাপীঠ জে বি প্রাইমারি স্কুলের।

প্রধান শিক্ষিকা পদে গত ৮ মার্চ ঝাড়গ্রাম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ থেকে শ্রীরামকৃষ্ণ সারদাপীঠ জে বি প্রাইমারি স্কুলে নিয়োগপত্র পান কমলা বেরা। তিনি স্কুলে উপস্থিত হলেও তাঁকে যোগদান করতে দেওয়া হয়নি বলে অভিযোগ। এই বিষয়টি ডিপিএসসির চেয়ারম্যান, এসআই, স্থানীয় বিধায়ক এবং জেলাশাসককে লিখিত ভাবে জানান তিনি।

তৎকালীন ঝাড়গ্রামের জেলাশাসক নিয়োগে বাধা দেওয়ার কারণ জানতে চেয়ে জেলা বিদ্যালয় পরিদর্শকদের কাছে রিপোর্ট তলব করেছিলেন। এর পর ২১ মার্চ ঝাড়গ্রাম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি জয়দীপ হোতা তাঁর অফিসে প্রধান শিক্ষিকা হিসেবে কমলা বেরাকে নিয়োগ করান। কিন্তু এর পরে গরমের ছুটি পড়ে যাওয়ায় আর স্কুলে যেতে পারেননি কমলা। গত ১০ জুন স্কুল খোলার পরে ফের যান তিনি। কিন্তু তাঁকে স্কুল থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ তাঁর।

কমলার কথায়, ‘স্কুলের ট্রাস্টি বোর্ডের এক সদস্য আমাকে জানান, আমাদের স্কুল খুব শিগগিরই স্বায়ত্তশাসন পাবে। তাই প্রধান শিক্ষিকা পদে নিয়োগ করা হচ্ছে না। বিষয়টি ডিআই এবং চেয়ারম্যানকে জানিয়েছি। কিন্তু স্কুলটি এখনও সরকারি ভাবে ডিপিএসসির অধীনেই রয়েছে। স্কুলের শিক্ষিকাদের নিয়োগ ও বেতন সেখান থেকেই হয়।’


You might also like!