কলকাতা, ২১ আগস্ট : 'পুলিশের মারে', আহত হওয়ার অভিযোগ তুলেছেন এক সরকারি আইনজীবীর! তাঁর কোমর ভেঙে যাওয়ার অভিযোগ উঠেছে। তিনি হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির ছেলে। ঘটনাটি ঘটেছে সল্টলেকে। ইতিমধ্যেই বিধাননগর পূর্ব থানায় অভিযোগ জানানো হয়েছে। পাশাপাশি হাইকোর্টেও মামলা দায়ের করা হয়েছে। আজ বিকেলেই শুনানি।
গুরুতর আহত মনুজেন্দ্রনারায়ণ রায় নিজেও কলকাতা হাইকোর্টের সরকারি আইনজীবী। মণিপাল হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। মূলত, বুধবার রাতে সল্টলেকের AK ব্লকে গাড়ি আনতে যাচ্ছিলেন সরকারি আইনজীবীর ছেলে। সেইসময় সাদা পোশাকে থাকা দুই মত্ত পুলিশ কর্মী তাঁকে আটকে পরিচয় জানতে চান বলে অভিযোগ।
বচসা হওয়ায় আইনজীবীর ছেলেকে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ছেলেকে বাঁচাতে এসে মার খান সরকারি আইনজীবীও, অভিযোগ পরিবারের। আক্রান্তের বাবা প্রয়াত রণেন্দ্রনারায়ণ রায় কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন। বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের হয়েছে। বিকেলে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুনানি হবে।