কলকাতা, ২১ আগস্ট : দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা চলছে। বৃহস্পতিবারও যথারীতি রাজ্য কমিটির সদস্যরা তাদের দৃষ্টিভঙ্গির কথা জানিয়েছেন। বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন একাধিক বক্তা। বিজেপি ও তৃণমূল কংগ্রেসের কার্যকলাপ ও জনবিরোধী কার্যকলাপ উঠে আসে আলোচনার মাধ্যমেই ও তার মোকাবিলায় রণনীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েই মূলত চর্চা হয়েছে। সমস্ত কিছুই দুই দিনের বৈঠকে তুলে ধরা হয়। প্রসঙ্গত, সিপিআই (এম) রাজ্য কমিটির সদর দফতর আলিমুদ্দিন স্ট্রিটের মুজফ্ফর আহমেদ ভবনে দ্বিতীয় দিনের বৈঠক চলছে। দলের সাধারণ সম্পাদক এম এ বেবি ও এ রাজ্যের সম্পাদক মহম্মদ সেলিম উপস্থিত রয়েছেন। অন্যান্য সদস্যরাও উপস্থিত রয়েছেন। পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভায় মুজফ্ফর আহমদ ভবনেই। বুধবার শুরু হয়। এদিন তা শেষ হবে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে রাজ্য কমিটির সদস্যরা এই সভাতে অংশগ্রহণ করেছেন।