Game

4 days ago

European Championship: ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ: ইংল্যান্ডকে রুখে শেষ ষোলোয় স্লোভেনিয়া

European Championship: Slovenia beat England in last 16
European Championship: Slovenia beat England in last 16

 

কোলন, ২৬ জুন: শক্তিশালী ইংল্যান্ডকে রুখে দিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোয় উঠল ফিফা র‍্যাঙ্কিংয়ের ৫৭ নম্বর দল স্লোভেনিয়া। কোলনে মঙ্গলবার রাতে ‘সি’ গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছে। তবে ইংল্যান্ড অনেক কষ্টে পাওয়া এক জয় আর দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে।

এদিন আরেক ম্যাচে সার্বিয়ার সঙ্গে গোল শূন্য ড্র করে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে ডেনমার্ক। তাদের সমান ৩ পয়েন্ট নিয়ে, সেরা চার তৃতীয় দলের একটি হয়ে পরের ধাপে উঠল স্লোভেনিয়া। আর ২ পয়েন্ট নিয়ে শেষ স্থানে থেকে বিদায় নিল সার্বিয়া।


You might also like!