Game

2 days ago

Euro Cup: ইউরো থেকে বাদ চার স্প্যানিশ রেফারি!

Four Spanish referees excluded from the Euro!
Four Spanish referees excluded from the Euro!

 

জার্মানি, ২৮ জুন : ইউরো চ্যাম্পিয়নশিপ থেকে পাঁচজন স্প্যানিশ রেফারিকে নক আউট রাউন্ড থেকে বাদ দেওয়া হল।উয়েফা শৃঙ্খলা সংক্রান্ত কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। ফিল্ড রেফারি জেসাস গিল মানজানোর সঙ্গে তার দুই সহকারী ডিয়েগো বারবেরো সেভিয়া ও অ্যাঞ্জেল নেভাদো রদ্রিগেজ এবং ভিএআর রেফারি আলেহান্দ্রো হার্নান্দেজকে এবারের ইউরোতে ম্যাচ পরিচালনা করা থেকে অব্যাহতি দিয়েছে উয়েফা কর্তৃপক্ষ।

তাদের বিরুদ্ধে অস্ট্রিয়ার অভিযোগ ছিল, ফ্রান্সের সঙ্গে ম্যাচে বিতর্কিত সিদ্ধান্ত দিয়েছেন এই রেফারিরা। এই ম্যাচে ফ্রান্স জিতেছিল এক গোলে।


You might also like!