Country

3 months ago

IMD Gives update on Monsoon: অনুকূল হচ্ছে পরিস্থিতি, বর্ষার বিস্তার নিয়ে সুখবর দিল আইএমডি

The situation is favorable, IMD gave good news about the spread of monsoon
The situation is favorable, IMD gave good news about the spread of monsoon

 

নয়াদিল্লি, ২৬ জুন: পরিস্থিতি একেবারেই অনুকূল, আগামী ২-৩ দিনের মধ্যেই গুজরাট-সহ দেশের আরও কয়েকটি রাজ্যে অগ্রসর হবে বর্ষা। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২-৩ দিনের মধ্যে উত্তর আরব সাগর, গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থানের কিছু অংশে অগ্রসর হবে বর্ষা। এছাড়াও ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীরের কিছু অংশ এবং পঞ্জাব ও হরিয়ানার উত্তরাংশে বর্ষা অগ্রসর হবে।

বর্ষার বিস্তারলাভের সঙ্গে সঙ্গেই বৃষ্টিও বাড়বে। আইএমডি জানিয়েছে, ২৮ জুন পর্যন্ত কোঙ্কান ও গোয়ায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকে ২৭ জুন পর্যন্ত ভারী বৃষ্টি হবে। উত্তর-পূর্বের রাজ্য অসম ও মেঘালয়ে ২৭-২৯ জুন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওডিশা ও উত্তরাখণ্ডের কিছু অংশেও ২৮-২৯ জুন ভারী বৃষ্টি প্রত্যাশিত।

You might also like!