Country

2 hours ago

Indian Railways making special efforts to festive season : উৎসবের মরশুমে যাত্রীদের সুবিধার্থে প্রয়াস রেলের, কামরা বৃদ্ধির সঙ্গেই বাড়ছে ট্রেন পরিষেবা

Indian Railways (symbolic picture)
Indian Railways (symbolic picture)

 

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর : কিছু দিন পরই উৎসবের মরশুম শুরু হচ্ছে দেশে, ওই সময়ে যাত্রীদের অত্যধিক ভিড় বাড়বে সমস্ত ট্রেনে। যাত্রীদের সুবিধার্থে তাই এবার বিশেষ প্রয়াস নিচ্ছে ভারতীয় রেল। বিভিন্ন ট্রেনে বগির সংখ্যা বৃদ্ধির পাশাপাশি ট্রেন পরিষেবাও বাড়ানো হচ্ছে।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এই উৎসবের মরশুমে ১০৮টি ট্রেনে জেনারেল কোচ বাড়ানো হয়েছে। ছট পুজো এবং দীপাবলিতে বিশেষ ট্রেনের জন্য ১২,৫০০টি কোচ মঞ্জুর করা হয়েছে। ২০২৪-২৫ সালে, এখনও পর্যন্ত মোট ৫,৯৭৫টি ট্রেনকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এটি পুজোর ভিড়ের সময় ১ কোটিরও বেশি যাত্রীদের বাড়ি যেতে সুবিধা প্রদান করবে। ২০২৩-২৪ সালে উৎসবের মরসুমে মোট ৪,৪২৯টি বিশেষ ট্রেন চালানো হয়েছিল।

You might also like!