ওয়াশিংটন, ২৮ সেপ্টেম্বর : ঘূর্ণিঝড় হেলেনের তাণ্ডবে আমেরিকার দক্ষিণপূর্বাঞ্চলীয় বিভিন্ন অঙ্গরাজ্যে মৃত্যু হয়েছে অন্তত ৪৩ জনের। স্থানীয় সময় অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ ফ্লোরিডার বিগ বেন্ড শহরের উপকূলে আছড়ে পড়ে হেলেন।
স্থলভাগে আছড়ে পড়ার পর এই ঝড় কিছুটা দুর্বল হয়ে পড়লেও এর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ৪০ লক্ষেরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত। জর্জিয়া, ফ্লোরিডা, উত্তর ও দক্ষিণ ক্যারলিনা এবং ভার্জিনিয়ায় এই ঘূর্ণিঝড়ের ব্যাপক প্রভাব পড়েছে। জর্জিয়ায় ১১৫-টি বহুতল এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে, সেখানকার বাসিন্দারা আটকে পড়েন। তাদের নিরাপদে উদ্ধার করা হয়। উত্তর ক্যারোলিনায় ইউনিকই কাউন্টি হাসপাতালের ভেতরে জল ঢুকে ৫০ জন রোগী ছাদে আটকে পড়ে। হ্যারিকেনের তাণ্ডবে জলমগ্ন হয়ে পড়ায় ২৯০-টি রাস্তা বন্ধ করে দিতে হয়েছে। ফ্লোরিডায় যে কোনও রকম সাহায্যের জন্য মোতায়েন করা হয়েছে বিশেষ বাহিনী।