Country

2 months ago

TMC got two chairman standing committees post : সংসদে দু'টি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের পদ পেল তৃণমূল, প্রতিরক্ষা সংক্রান্ত কমিটির সদস্য রাহুল

TMC (symbolic picture)
TMC (symbolic picture)

 

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর : লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে এবার দু'টি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের পদ পেল তৃণমূল কংগ্রেস। বাণিজ্য ও শিল্প এবং রসায়ন ও সার সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূলের দুই সাংসদকে। বাণিজ্য ও শিল্প সংক্রান্ত কমিটির চেয়ারপার্সন হয়েছেন রাজ্যসভার সাংসদ দোলা সেন। রসায়ন ও সার সংক্রান্ত কমিটির চেয়ারম্যান হয়েছেন লোকসভার তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। বৃহস্পতিবার রাতেই লোকসভা এবং রাজ্যসভার সচিবালয়ের তরফে এই বিষয়ে ঘোষণা করা হয়েছে।

এছাড়াও সংসদীয় স্ট্যান্ডিং কমিটিতে স্থান পেয়েছেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি প্রতিরক্ষা সংক্রান্ত কমিটির সদস্য হিসেবে জায়গা পেয়েছেন। এই কমিটির চেয়ারম্যান হয়েছেন রাধা মোহন সিং। প্রথমবারের জন্য সাংসদ হয়েই লোকসভার সংসদীয় কমিটিতে স্থান পেয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তিনি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি কমিটির সদস্য হয়েছেন। এই কমিটির চেয়ারম্যান হয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। এই কমিটিগুলিতে সদস্যদের নাম ঘোষণার আগে সব দলের দুই সভার নেতাদের সঙ্গে ঘরোয়াভাবে আলোচনা করেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। তারপরেই বৃহস্পতিবার রাতে নামগুলি ঘোষণা করা হয়। কংগ্রেসের চার সাংসদকে চেয়ারম্যান করা হয়েছে কয়েকটি স্ট্যান্ডিং কমিটির। যার মধ্যে শিক্ষা, মহিল ও শিশু, যুবকল্যাণ ও ক্রীড়া সংক্রান্ত কমিটির চেয়ারম্যান হয়েছেন দিগ্বিজয় সিং। কৃষি, প্রাণীসম্পদ ও খাদ্য প্রক্রিয়াকরণের মতো কমিটির চেয়ারম্যান হয়েছেন চরণজিৎ সিং চান্নি। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিষয়ক কমিটির চেয়ারম্যান হয়েছেন সপ্তগিরি উল্কা ও শশী থারুর হয়েছেন বিদেশ মন্ত্রকের বিষয়ক কমিটির চেয়ারম্যান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক কমিটির চেয়ারম্যান হয়েছেন সমাজবাদী পার্টির রাজ্যসভার প্রবীণ সাংসদ রামগোপাল যাদব। কয়লা, খনি ও ইস্পাত সংক্রান্ত কমিটির চেয়ারম্যান হয়েছেন অনুরাগ সিং ঠাকুর। ডিএমকের সাংসদ কানিমোঝিকে করা হয়েছে ক্রেতা সুরক্ষা, খাদ্য ও সরবরাহ বিষয়ক কমিটির চেয়ারপার্সন। বিজেপি সাংসদ রাজীব প্রতাপ রুডি হয়েছেন জলশক্তি বিষয়ক কমিটির চেয়ারপার্সন।

You might also like!