Country

13 hours ago

দূষিত দিল্লির বাতাস, রবিতেও 'খারাপ' পর্যায়ভুক্ত বায়ুর গুণমান

Polluted Delhi air, Ravi also ranks 'Poor' air quality
Polluted Delhi air, Ravi also ranks 'Poor' air quality

 

নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর : গত মাস থেকেই দিল্লির বাতাসের গুণমান ক্রমশ খারাপ পর্যায়ে পৌঁছেছে। রবিবারও ব্যতিক্রম হলো না। দূষণে জেরবার দিল্লির বাসিন্দারা। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের (সিপিসিবি) তথ্য অনুসারে, এদিন সকালে দিল্লির বেশ কিছু এলাকার বাতাস 'খারাপ' পর্যায়ভুক্ত হয়েছে।

রবিবার সকালে কুয়াশা ও ধোঁয়াশায় আচ্ছন্ন ছিল দিল্লির একাধিক এলাকা। এদিন সকালে দিল্লির বেশ কিছু জায়গায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ২৪৬। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের জাতীয় রাজধানীর বাসিন্দারা।

You might also like!