ভোপাল, ১৩ ডিসেম্বর : শুক্রবার সংসদ ভবনে হামলার ২৩–তম বার্ষিকী। শুক্রবার সেই সন্ত্রাসী হামলায় শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব। মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেছেন, জওয়ানদের সাহসিকতা ও আত্মত্যাগ দেশের বীরত্বের ইতিহাসে একটি সোনালী অধ্যায় হিসেবে তরুণদের সর্বদা অনুপ্রাণিত করবে।
উল্লেখ্য, ২০০১ সালের ১৩ ডিসেম্বর জঙ্গি হামলা হয়েছিল সংসদে। পাঁচ সশস্ত্র জঙ্গি ঢুকে পড়েছিল সংসদ ভবনের ভিতরে। তাদের গুলিতে মৃত্যু হয়েছিল এক সাধারণ নাগরিক-সহ মোট ৭ জনের। পরে অবশ্য মারা যায় ওই পাঁচ জঙ্গিও।