Entertainment

3 months ago

Mahua Roychoudhury Biopic:মহুয়া রায়চৌধুরীকে বড় পর্দায় ফেরাচ্ছেন রানা সরকার,আসছে 'গুনগুন করে মহুয়া'

Mahua Roychoudhury
Mahua Roychoudhury

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বড় পর্দায় এবার তৈরি হতে চলেছে টলিউডের ভার্সেটাইল অভিনেত্রী প্রয়াত মহুয়া রায়চৌধুরীর বায়োপিক। আয়োজনে প্রযোজক রানা সরকার। পরিচালনায় সোহিনী ভৌমিক। ছবির গবেষণায় ইন্ডাস্ট্রির পরিচিত মুখ তাজু দা ওরফে দেবপ্রতীম দাশগুপ্ত এবং চিত্রনাট্যে সোহিনী স্বয়ং।

দেবপ্রতীম দাশগুপ্তর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "মহুয়া রায়চৌধুরীর জীবনের বিতর্কিত দিক বাদ দিয়ে বাকি সবটা উঠে আসবে এই সিনেমায়। একটা কথা আপনিও মানবেন তো, সুচিত্রা সেন, সুপ্রিয়া চৌধুরীর পর সন্ধ্যা রায়, অপর্ণা সেন হয়ে সোজা আলোচনায় থাকেন দেবশ্রী রায়, ঋতুপর্ণা সেনগুপ্ত। এর মাঝে যে মহুয়া রায়চৌধুরীও ছিলেন সেটা আমরা খুব সন্তর্পণে এড়িয়ে যাই। 'সাহেব', 'পারাবত প্রিয়া', 'অনুরাগের ছোঁয়া', 'দাদার কীর্তি', 'আদমি অউর অওরত' গুনে শেষ করা যাবে না এত ছবি উপহার দিয়েছেন অভিনেত্রী ৷"

তিনি আরও বলেন, "কমার্শিয়াল থেকে সমান্তরাল, সব ধরনের ছবিতেই তিনি ছিলেন সমান জনপ্রিয়। আজ তাপস পাল চলে গিয়েও যতটা আলোচনায়, মহুয়া সেখানে কোথায় ? উনি তো সুচিত্রা সেনের মতো অন্তরালে চলে যাননি । কোনও অপরাধও করেননি তিনি । তা হলে কেন অন্তরালে চলে গেলেন তিনি মানুষের কাছ থেকে ? অপরাধটা কী ?" তিনি আরও বলেন, "আমি চিরকালই মহুয়া রায়চৌধুরীর অন্ধভক্ত। রানা সরকার আমাকে এই কাজটা দিয়েছেন। কোথাও গিয়ে এই কাজটা আমার কাছে নেশা এবং পেশার মিশেল হয়ে গিয়েছে।"

1985 সালের 22 জুলাই মাত্র 26 বছর বয়সে ফুরিয়ে যায় তাঁর জীবন। তারমধ্যেই প্রায় 80টি ছবিতে অভিনয় করেন তিনি। বলা বাহুল্য, প্রায় প্রত্যেকটিই হিট। তবুও তাঁকে বাঙালি আজ ভুলতেই বসেছেন বলে মনে করছেন ছবির নির্মাতারা। তাঁকে নিয়ে কথা হয় না, তাঁর জন্ম ও মৃত্যুদিনে দু'কলমও খরচ হয় না। এবার তাঁর ব্যক্তিগত এবং অভিনয়জীবন আসবে বড় পর্দায়। এই ছবির প্রাথমিক নামও মহুয়া অভিনীত 'অনুরাগের ছোঁয়া' ছবির বিখ্যাত গান 'গুনগুন করে মন' গানের সঙ্গে মিলিয়ে 'গুনগুন করে মহুয়া' রাখা হয়েছে ।

উল্লেখ্য, তপন সিংহ থেকে শুরু করে তরুণ মজুমদার, তাবড় তাবড় পরিচালকের পরিচালনাতে কাজ করেছেন মহুয়া রায়চৌধুরী। তাঁকে নিয়ে ইতিমধ্যেই গবেষণা চালু করে দিয়েছেন দেবপ্রতীম দাশগুপ্ত। 24 সেপ্টেম্বর নায়িকার জন্মদিন। তাই চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকেই এই ছবির শ্যুটিং শুরু হবে বলে জানা গিয়েছে। মহুয়ার বিভিন্ন ছবির নায়কদেরও দেখা মিলবে এই ছবিতে। তবে, কারা এই ছবিতে বিভিন্ন চরিত্রে থাকবেন তা এখনও জানা যায়নি। এমনকী, মহুয়ার ভূমিকাতেও কাকে পাওয়া যাবে তা জানতেও অপেক্ষাই ভরসা।


You might also like!