Country

1 day ago

Fake Aadhaar scam: দিল্লিতে ভুয়ো আধার ও ভোটার কার্ড চক্রের পর্দাফাঁস, ১৮ বাংলাদেশি-সহ ধৃত ২৬

18 Bangladeshi Arrested (Symbolic picture)
18 Bangladeshi Arrested (Symbolic picture)

 

নয়াদিল্লি, ২২ মার্চ : রাজধানী দিল্লিতে ভুয়ো আধার ও ভোটার কার্ড চক্রের পর্দাফাঁস করলো পুলিশ। এই চক্রের সঙ্গে জড়িত ১৮ জন বাংলাদেশি-সহ ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি ৮ জন ভারতীয় নাগরিক। দক্ষিণ দিল্লি পুলিশ ভুয়ো আধার এবং ভোটার আইডি কার্ড তৈরির সঙ্গে জড়িত ১৮ জন বাংলাদেশি এবং ৮ জন ভারতীয়কে গ্রেফতার করেছে। ডিসিপি অঙ্কিত চৌহান জানিয়েছেন, দিল্লি জুড়ে অবৈধ অভিবাসীরা কাজ করছে। ধৃতরা ভারতীয়রা নথি জাল করার জন্য সাইবার ক্যাফে চালাত।

দক্ষিণ জেলা পুলিশের ডিসিপি অঙ্কিত চৌহান বলেছেন, "ভারতে বসবাসকারী অবৈধ বাংলাদেশি অভিবাসীদের চক্র ভেঙে দক্ষিণ জেলা পুলিশ একটি বড় সাফল্য অর্জন করেছে। আমরা ১৮ জন বাংলাদেশির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, এছাড়াও আমরা ৮ জন ভারতীয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, যারা তাদের ভারতে প্রবেশ, এখানে থাকা এবং ভুয়ো কাগজপত্র তৈরিতে সহায়তা করেছিল, তাদের মধ্যে অনেককে গ্রেফতার করা হয়েছে এবং আরও বেশ কয়েকজন বর্তমানে আরও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রয়েছে।"

You might also like!