কলকাতা, ২২ মার্চ : পশ্চিমবঙ্গে কোনও মহিলাই সুরক্ষিত নন, রাজ্য সরকারের সমালোচনা করে এই মন্তব্য করলেন বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনি পাত্র। শনিবার আক্রমণের সুরে ফাল্গুনি বলেছেন, "পশ্চিমবঙ্গের মহিলারা চাকরি পান না, কারণ তাদের জন্য কোনও কর্মসংস্থানের সুযোগ নেই। আমরা ওএমআর শিট কেলেঙ্কারির বিরুদ্ধে প্রতিবাদ করছি, যেখানে প্রতারণামূলক উপায়ে চাকরি চুরি করা হয়েছিল। তবুও, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কেউই চাকরি পাননি। এখন রাজ্য সরকার বলছে যে মহিলাদের বার, আবগারি অফিস এবং নাইটক্লাবের মতো জায়গায় চাকরি দেওয়া হবে।"