Country

2 weeks ago

Nayab Singh Saini: বিজেপি-নীতীশ কুমার জোট সরকার বিহারের উন্নয়ন করেছে, নয়াব সিং সাইনি

Nayab Singh Saini
Nayab Singh Saini

 

পাটনা, ১৮ অক্টোবর : বিজেপি-নীতীশ কুমার জোট সরকার বিহারের উন্নয়ন করেছে। জোর দিয়ে বললেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি। শনিবার সকালে পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাইনি বলেন, "প্রধানমন্ত্রী মোদী এবং মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বে বিহার বদলে গেছে। পূর্ববর্তী সরকারগুলি দরিদ্রদের আরও দরিদ্র করে তুলেছিল। ব্যবস্থা ভেঙে পড়েছিল। রাস্তাঘাট ছিল না। কংগ্রেস-লালু শাসনকালের আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা যদি কেউ মনে করে, তাহলে তাদের গা শিউরে ওঠে। বিজেপি-নীতীশ কুমার জোট সরকার বিহারকে উন্নত করেছে। মাথাপিছু আয় বেড়েছে।"

আরজেডি ও লালুপ্রসাদ যাদবকে কটাক্ষ করে সাইনি বলেন, "দুর্নীতি লালু প্রসাদ এবং তাঁর দলের ডিএনএ-তে আছে। তিনি সবচেয়ে বড় অপরাধীদের একজন এবং সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ব্যক্তি। কিন্তু এখন, বিহারের মানুষ সচেতন এবং বোঝে যে অনাচারের যুগ আর ফিরে আসবে না। মানুষ উন্নয়ন, শিক্ষা এবং স্বাস্থ্যসেবা চায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বে এনডিএ সরকারই এই অগ্রগতির নেতৃত্ব দিচ্ছে।"

You might also like!