kolkata

17 hours ago

Rabindra Sarobar Protest: দোলে ক্লাবের জন্য খোলা রবীন্দ্র সরোবরের দরজা, বিক্ষোভ পরিবেশপ্রেমীদের

Rabindra Sarobar Protest
Rabindra Sarobar Protest

 

কলকাতা, ১১ মার্চ : দোলে ক্লাবের জন্য খোলা থাকবে রবীন্দ্র সরোবর। যা ঘিরে শুরু হয়েছে বিতর্ক। এই সিদ্ধান্তে প্রতিবাদে মঙ্গলবার সকালে রবীন্দ্র সরোবরে বিক্ষোভ দেখায় লেক লাভার্স ফোরাম। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে নালিশ জানিয়েছেন পরিবেশপ্রেমীরা। ছট পুজোর পর এবার দোলের দিন রবীন্দ্র সরোবরে ঢোকা নিয়ে বিতর্ক। ১৪ ও ১৫ মার্চ সাধারণের জন্য বন্ধ থাকলেও, ক্লাবের জন্য খোলা থাকবে সরোবরে ঢোকার দরজা। নিয়ম ভেঙে কেন ক্লাবকে অনুমতি দেওয়া হচ্ছে? এই প্রশ্ন তুলে এদিন সকালে রবীন্দ্র সরোবরের ১২ নম্বর গেটে বিক্ষোভ দেখায় লেক লাভার্স ফোরাম। ছিলেন প্রাতর্ভ্রমণকারীরাও। তাঁদের অভিযোগ, গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে যেমন লেকের ভিতরে নির্মাণকাজ চলছে, তেমনই দোল ও হোলির দিন কিছু ক্লাবকে লেকের ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। এ নিয়ে মুখ্যমন্ত্রীকে নালিশ জানিয়েছেন পরিবেশপ্রেমীরা। পুলিশ কমিশনার মনোজ বর্মাকে ই-মেল মারফত অভিযোগ জানানো হয়েছে।


You might also like!