বেঙ্গালুরু, ১৪ জুলাই : বর্ষীয়ান দক্ষিণী অভিনেত্রী বি. সরোজা দেবী প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। দক্ষিণ ভারতের কিংবদন্তি অভিনেত্রী সরোজা দেবী সোমবার সকাল ৯টা নাগাদ বেঙ্গালুরুর মল্লেশ্বরমে তাঁর বাসভবনে প্রয়াত হয়েছেন। বর্ষীয়ান এই অভিনেত্রী দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।
বর্ষীয়ান অভিনেত্রী সরোজা দেবীর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। শোকবার্তায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রবীণ কন্নড় অভিনেত্রী বি. সরোজা দেবীর মৃত্যু সংবাদ হৃদয়বিদারক। তিনি কন্নড় সিনেমা-সহ তামিল, তেলেগু এবং হিন্দিতে প্রায় ২০০টি ছবিতে অভিনয় করেছিলেন এবং অভিনয় সরস্বতী নামে পরিচিত ছিলেন। কিত্তুর চেন্নাম্মা, বাব্রুবাহনা এবং অন্নথাঙ্গির মতো ছবিতে তাঁর অভিনয়ের কথা মনে পড়ে। তাঁর চলে যাওয়া ভারতীয় চলচ্চিত্রের জন্য এক বিরাট ক্ষতি। তাঁর শোকসন্তপ্ত পরিবার এবং ভক্তদের প্রতি আমার সমবেদনা।