নয়াদিল্লি, ১৫ জুলাই : আগামী ২১ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বর্ষাকালীন অধিবেশন। তার আগে মঙ্গলবার রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের সাথে সাক্ষাৎ করলেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। সংসদের আসন্ন বর্ষাকালীন অধিবেশন নিয়ে তাঁদের আলোচনা হয়েছে। ধনখড়ের সঙ্গে দেখা করে খাড়গে বলেছেন, "বিরোধী দল ২১ জুলাই থেকে রাজ্যসভার একটি ফলপ্রসূ অধিবেশন চায়। জনসাধারণের উদ্বেগের বিষয়গুলির মধ্যে বেশ কয়েকটি কৌশলগত, রাজনৈতিক, বৈদেশিক নীতি এবং আর্থ-সামাজিক বিষয় নিয়ে বিতর্ক এবং আলোচনা করা প্রয়োজন।"