আহমেদাবাদ, ২০ জুলাই : গুজরাটের আহমেদাবাদে বিষ খেয়ে আত্নঘাতী হলেন একই পরিবারের ৫ সদস্য। আহমেদাবাদের বাভলায় একটি বাড়িতে ভাড়া থাকতেন তাঁরা। বিষাক্ত কিছু খেয়ে পরিবারের ৫ সদস্য আত্মঘাতী হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন, বিপুল কাঞ্জি ওয়াঘেলা (৩৪), তার স্ত্রী সোনাল (২৬) এবং তাদের দুই মেয়ে (১১ এবং ০৫) এবং এক ছেলে (০৮)।
রবিবার সকালে আহমেদাবাদ গ্রামীণের পুলিশ সুপার বলেছেন, "বাভলার ভাড়া বাড়িতে বিষাক্ত তরল পান করে একই পরিবারের পাঁচজন সদস্য আত্মহত্যা করেছেন। তাদের আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি। তারা সকলেই মূলত ধোলকার বাসিন্দা।"