মিউনিখ, ১৩ মার্চ : লেভারকুসেনের বিপক্ষে শেষ ষোলোর প্রথম লেগে ৩-০ গোলে জয়ের পর বুধবার রাতে দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখ জিতল ২-০ গোলে। দুই লেগ মিলিয়ে ৫-০ গোলের জয়ে শেষ আটে উঠল তারা। লেভারকুসেনের মাঠে জয়ের রাতে ইতিহাস গড়েছেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। বৃহস্পতিবার দুই গোলের একটি তার, যা এবারের চ্যাম্পিয়নস লিগে দশম। ইংল্যান্ডের ফুটবলার হিসেবে ইউরোপিয়ান কাপ/চ্যাম্পিয়নস লিগের এক মরসুমে এখন কেইনের গোলই সবচেয়ে বেশি। আগে ১৯৫৬/৫৭ তে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ৯ গোল করেছিলেন ডেনিস ভায়োলেট। এবার শেষ আটের লড়াইয়ে বায়ার্ন মিউনিখ খেলবে ইন্টার মিলনের সঙ্গে।