Game

10 hours ago

All England Open 2025: সাত্ত্বিক-চিরাগ জুটি সরাসরি দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করেছেন

Satwik-Chirag pair
Satwik-Chirag pair

 

বার্মিংহাম, ১৩ মার্চ : বুধবার অল ইংল্যান্ড ওপেনে পুরুষদের ডাবলস প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে উঠেছেন ভারতের সাত্ত্বিক সাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেঠি জুটি । তারা ডেনমার্কের ড্যানিয়েল লুন্ডগার্ড এবং ম্যাডস ভেস্টারগার্ডকে সরাসরি গেমে হারিয়েছেন। গত মাসে বাবাকে হারানোর পর কোর্টে ফিরে এসে, সাত্ত্বিক ও তার ডাবলস পার্টনার চিরাগের সঙ্গে এক চিত্তাকর্ষক ম্যাচ প্রদর্শন করেছেন। মাত্র ৪০ মিনিটের মধ্যে ২১-১৭, ২১-১৫ জয় নিশ্চিত করেন। জয় নিশ্চিত করার পর সাত্ত্বিক আকাশের দিকে তাকিয়ে জয়টি তাঁর বাবাকে উৎসর্গ করছেন। সপ্তম বাছাই এই জুটি বৃহস্পতিবার রাউন্ড অফ ১৬-তে চীনের হাও নান শি এবং ওয়েই হান জেং-এর মুখোমুখি হবেন।


You might also like!