দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বর্তমানে গতিশীল জীবনে কর্মব্যস্ততার চাপে ফাঁকা সময়ের ভীষণ অভাব। ঘরের কাজ, অফিসের দায়িত্ব সামলে ব্যক্তিগত সময় বলতে উল্লেখ্য আর কিছুই থাকেনা।আর এই চরম ব্যস্ততার মধ্যে বিউটি পার্লারে গিয়ে রূপচর্চার সময় ক’জনই বা পান। তবে ত্বকের অবহেলা করলে ধীরে ধীরে মুখের সৌন্দর্য হ্রাস পাবে। ধীরে ধীরে মানসিক সুস্থতায় নেতিবাচক প্রভাব পড়বে। তাই অকাল বলিরেখা, দাগছোপ সহ নানান ধরনের ত্বকের সমস্যা প্রতিকার করতে বাড়িতেই করে নিন চটজলদি ফেসিয়াল! কীভাবে করবেন? উপকরণের তালিকা? রইল হদিশ-
∆ প্রথমেই ভাল করে মুখ ধুয়ে নিন। এক্ষেত্রে কোনও ফেস ওয়াশের বদলে কাঁচা দুধ তুলোয় নিয়ে মুখ পরিষ্কার করে নিতে পারেন।
∆ ক্লিনজিংয়ের পর স্ক্রাবিং খুব জরুরি। বাড়িতেই একটি বাটিতে দুই টেবিল চামচ কফি, এক টেবিল চামচ চিনি ও এক চা চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন ভাল করে। মিশ্রণটি মুখের সঙ্গে শরীরেও আলতো হাতে ঘষে স্ক্রাব করতে পারেন।
∆ এরপর ভালো মানের ম্যাসাজ ক্রিম দিয়ে ম্যাসাজ করুন। অবশ্যই ত্বকের ধরন অনুযায়ী ক্রিম ব্যবহার করতে হবে। চাইলে বাড়িতেই ক্রিম বানিয়ে নিতে পারেন। একটি পাত্রে ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল, ২ চামচ গোলাপ জল, ১ চা চামচ ল্যাভেন্ডার অয়েল নিন। প্রতিটি উপাদান ভালো করে মিশিয়ে নিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। তাহলেই আপনার ক্রিম তৈরি। গলা থেকে শুরু করে মুখ পর্যন্ত উপরের দিকে হাত ঘুরিয়ে ম্যাসাজ করুন।
∆ এবার ২ চামচ বেসন, এক চামচ দই, আধ চামচ হলুদ মিশিয়ে ঘরোয়া প্যাক তৈরি করুন। ১৫ মিনিট প্যাকটি রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। শেষে ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকে।
উপরিউক্ত পদ্ধতি অনুসরণ করে ঘরেই করে নিন ফেসিয়াল আর বজায় রাখুন আপনার ত্বকের জৌলুস।