Breaking News
 
Nabanna: নাইট শিফটে মহিলা কর্মীদের সুরক্ষায় গাইডলাইন আনতে চলেছে রাজ্য সরকার, প্রস্তুত খসড়া প্রস্তাব! President Droupadi Murmu to visit West Bengal: কল্যাণী এইমসের সমাবর্তনে যোগ দিতে আজ বাংলায় আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, যাবেন দক্ষিণেশ্বরেও! New York shooting: মিডটাউন ম্যানহাটনে বন্দুকবাজের হামলায় নিহত ৪, মৃতদের মধ্যে পুলিশ অফিসারও; আততায়ী নিকেশ! CM Mamata Benerjee: কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ফের সরব মুখ্যমন্ত্রী, বোলপুর প্রশাসনিক বৈঠকে উন্নয়নের রূপরেখা স্থির! Thailand-Cambodia Conflict: দক্ষিণ-পূর্ব এশিয়ায় উত্তেজনার বিস্ফোরণ — থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষে প্রাণ গেল ১২ জনের! Russian Plane Crash: আকাশেই অদৃশ্য, পরে ধ্বংসস্তূপে মিলল নিখোঁজ রুশ বিমান –৫০ যাত্রীর হতাহতের আশঙ্কা!

 

Game

4 months ago

Liverpool vs PSG 0-1 : টাইব্রেকারে হেরে বিদায় লিভারপুলের ,শেষ আটে পিএসজি, বার্সা, বায়ার্ন

Donnarumma celebrates after heroic penalty saves in PSG’s win over Liverpool.
Donnarumma celebrates after heroic penalty saves in PSG’s win over Liverpool.

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: প্রি-কোয়ার্টার ফাইনালে প্যারিস সঁ জরমঁ-এর কাছে টাইব্রেকারে হারল তারা। টাইব্রেকারে নায়ক হয়ে উঠলেন প্যারিসের গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা। নিজেদের ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলান। তবে লিভারপুল ডিফেন্সের ভুলের জন্য খেলার গতির বিরুদ্ধে গোল পায় পিএসজি। ১২ মিনিটের মাথায় ডান দিক থেকে ব্র্যাডি বার্কোলার বক্সে বাড়ানো পাস ক্লিয়ার করতে ব্যর্থ হন ইব্রাহিমা কোনাতে। সেই বল ধরে গোল করতে ভুল করেননি ওসমানে দেম্বেলে।

এরপর দুই দল অনেক শট নিলেও গোল হয়নি। গোটা ম্যাচে সেভাবে প্রভাব ফেলতে পারেননি লিভারপুলের তারকা উইঙ্গার মো সালাহ। দলের হয়ে গোলের মুখ খুলতে ব্যর্থ হন দিয়োগো জোতা, লুইস দিয়াজ়, ম্যাক অ্যালিস্টাররা। প্রথম লেগে দুর্দান্ত খেলেছিলেন লিভারপুলের গোলকিপার অ্যালিসন। আজ পিএসজির হয়ে সেটাই করলেন গিয়ানলুইজি দোন্নারুমা।

নির্ধারিত ৯০ মিনিটের পর, দুই লেগ মিলিয়ে ম্যাচের ফল ১-১ থাকায়, খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। তবে ১২০ মিনিটের পরেও ম্যাচের ফয়সালা হয়নি। তাই টাইব্রেকারে যায় ম্যাচ। ফের একবার জ্বলে ওঠেন দোন্নারুমা।

সঠিক অনুমান করে কার্টিস জোন্স এবং ডারউইন নুনিয়েজ়ের শট বাঁচিয়ে দেন এই ইতালিয়ান গোলকিপার। ৪-১ ফলে টাইব্রেকার জিতল পিএসজি। কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল তারা। এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগে কোনও টাইব্রেকারে হারল লিভারপুল।

You might also like!