Breaking News
 
F-35 crash:ক্যালিফোর্নিয়ার আকাশে ভয়াবহ দুর্ঘটনা, ভস্মীভূত মার্কিন এফ-৩৫ জেট Nabanna: নাইট শিফটে মহিলা কর্মীদের সুরক্ষায় গাইডলাইন আনতে চলেছে রাজ্য সরকার, প্রস্তুত খসড়া প্রস্তাব! President Droupadi Murmu to visit West Bengal: কল্যাণী এইমসের সমাবর্তনে যোগ দিতে আজ বাংলায় আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, যাবেন দক্ষিণেশ্বরেও! New York shooting: মিডটাউন ম্যানহাটনে বন্দুকবাজের হামলায় নিহত ৪, মৃতদের মধ্যে পুলিশ অফিসারও; আততায়ী নিকেশ! CM Mamata Benerjee: কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ফের সরব মুখ্যমন্ত্রী, বোলপুর প্রশাসনিক বৈঠকে উন্নয়নের রূপরেখা স্থির! Thailand-Cambodia Conflict: দক্ষিণ-পূর্ব এশিয়ায় উত্তেজনার বিস্ফোরণ — থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষে প্রাণ গেল ১২ জনের!

 

Entertainment

22 hours ago

Son Of Sardaar 2 Release Date Postponed: বক্স অফিসে ''সইয়ারা'' ঝড় , পিছিয়ে গেলো 'সন অফ সর্দার-২ মুক্তির দিন

Son Of Sardaar 2 Postponed
Son Of Sardaar 2 Postponed

 

মুম্বই, ৩০ জুলাই : অহন পান্ডে এবং অনীত পাড্ডা অভিনীত সইয়ারা ইতিমধ্যেই বক্স অফিসে ঝড় তুলেছে , মন কেড়েছে দর্শকদের। মুক্তির পর এই অভাবনীয় সাফল্যে রীতিমতো চমক লেগেছে পরিচালক - প্রযোজক মহলে। এবার সইয়ারা- র দুর্দান্ত সাফল্যের সামনে পড়ে পিছিয়ে যাচ্ছে অজয় দেবগনের বহু প্রতীক্ষিত ছবি 'সন অফ সর্দার-২ এর মুক্তির দিন। এর আগে ঠিক করা হয়েছিল , সারা দেশে প্রায় ৩,৫০০টি স্ক্রিনে ১ আগস্ট মুক্তি পাবে 'সন অফ সর্দার-২। তবে ''সইয়ারা'' এবং 'মহাবতার নরসিংহ'-এর মতো ছবির হাত ধরে লক্ষ্মী লাভ হচ্ছে প্রেক্ষাগৃহের মালিকদের। তাই এই মুহূর্তে তারা ছবি দুটিকে সরিয়ে ফেলতে নারাজ। এই অবস্থায় 'সন অফ সর্দার-২ মুক্তি পেলে এক ধাক্কায় স্ক্রিন সংখ্যা নেমে দাঁড়াতে পারে ২,৫০০–এ।

এদিকে ছবির পরিবেশকরা দাবি করছেন, ছবিটি মোট শো টাইমিংয়ের ৬০ শতাংশ পাবে, এক্ষেত্রে প্রেক্ষাগৃহের মালিকরা সম্পূর্ণভাবে একমত নন। এই সমস্যা সমাধানের উদ্দেশ্যে পিভিআর, আইনক্সের মতো বড় মাল্টিপ্লেক্স গ্রুপসহ ছোট - বড় সমস্ত প্রেক্ষাগৃহের মালিকদের সঙ্গে বৈঠকে বসবে প্রযোজক মহল। তবে সন অফ সর্দার-২ বনাম সইয়ারা দ্বন্দ থেকে কার্যত দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক কারণ জোহার। সিদ্ধান্ত চতুর্বেদী এবং তৃপ্তি ডিমরির অভিনীত ছবি ধড়ক-২ সারা দেশজুড়ে মোট ১০০০ টি স্ক্রিনে মুক্তি পাবে। এতো স্বল্প পরিসরে মুক্তি নিয়ে তাঁর কোনও অভিযোগ নেই , বরং লক্ষ্য দর্শকদের কাছে পৌঁছে যাওয়াই তাঁর মূল উদ্দেশ্য ।

You might also like!