দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসরের পর ফুরফুরে মেজাজে অস্ট্রেলিয়ায় নামলেও, চেনা ছন্দে নেই বিরাট কোহলি। পরপর দুই ম্যাচে শূন্য করার পর অ্যাডিলেড ওভালে আউট হতেই রোহিত শর্মার পদক্ষেপ কিং কোহলির ওয়ানডে (ODI) ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তুলে দিল।পারথে আট বল খেলার পর অ্যাডিলেডে মাত্র চার বল খেলে আউট হন বিরাট কোহলি। বার্টলেটের বলে LBW হন তিনি। রিভিউ নেওয়ার পরিকল্পনা করলেও রোহিত শর্মার সঙ্গে কথা বলে তিনি আর রিভিউ নেননি। আর আউট হয়ে ফেরার সময় বিরাটের পদক্ষেপ প্রশ্ন তুলে দিল।
আউট হয়ে মাঠ ছাড়ার সময়ে অ্যাডিলেডের দর্শকরা দাঁড়িয়ে হাততালি দেন বিরাটের জন্য। বিরাট তাঁদের দিকে তাকিয়ে এক হাতে দুটো গ্লাভস তুলে ধন্যবাদ জানান সমর্থকদের। যারপরই প্রশ্ন, বিরাট কি শেষ ম্যাচটা খেলে ফেললেন?
ছবিটা দেখে সোশ্যাল মিডিয়া চমকে গিয়েছে। এই বিষয়টা নিয়ে দুভাগ সমর্থকরা। কেউ কেউ দাবি করছেন, বিরাট শেষবারের মতো খেলে ফেললেন, আবার অনেকের দাবি, অ্যাডিলেডের দর্শকদের ধন্যবাদ জানানোর জন্যই তিনি এই কাজ করেছেন। এক সমর্থক লেখেন, বিরাট কোহলি দুটো ডাকের পর ODI ক্রিকেট থেকে অবসর নিলেন। অন্য এক সমর্থক লেখেন, বিরাটকে দেখে আমার ভয় হচ্ছে, সিরিজ়ের মাঝেই অবসর নিয়ে নেবেন না তো?
সাত মাস পর বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নেমেছিল। পারথ টেস্ট ছিল তাঁর কামব্যাকের মঞ্চ। সেখানে ব্যর্থ হন তিনি। লন্ডনে থেকে নিজের মতো অনুশীলন করেছিলেন বিরাট। সেখানেই ফিটনেস পরীক্ষা, নেট প্র্যাকটিস করেছেন। কিন্তু প্রত্যাশামতো কামব্যাক করতে পারেননি। যেই অ্যাডিলেটে ১৫টা ইনিংসে বিরাটের কাছে ৯৭৫ রান আছে সেই অ্যাডিলেডই তাঁকে খালি হাতে ফিরিয়েছে।
Virat Kohli announced his retirement from ODIs. pic.twitter.com/Y4xGZfJ2fN
— ` (@viratkohli_un) October 23, 2025