অমৃতসর, ১৮ অক্টোবর : বড়সড় দুর্ঘটনা রক্ষা পেল অমৃতসর-সহরসা গরিব রথ ট্রেন। শনিবার সকালে পঞ্জাবের সিরহিন্ড স্টেশনে আগুন লাগে অমৃতসর-সহরসা গরিব রথ ট্রেনে। সকাল তখন ৭.৩০ মিনিট হবে, আচমকাই ১২২০৪ অমৃতসর-সহরসা ট্রেনের একটি কামরায় আগুন লেগে যায়। আতঙ্কে ট্রেন থেকে নেমে পড়েন যাত্রীরা। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। খবর পাওয়ার পর ঘটনাস্থলে আসে দমকল। বেশ কিছু সময়ের চেষ্টায় আগুন আয়ত্তে আসে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। আগুন নিয়ন্ত্রণে এসেছে। যাত্রীদের জন্য অন্য কামরার ব্যবস্থা করা হয়েছে।