Game

1 day ago

England vs India: স্টোকসের ৫ উইকেট, ক্রলি-ডাকেটের ব্যাটে ইংল্যান্ডের জবাব

Ben Stokes
Ben Stokes

 

কলকাতা, ২৫ জুলাই  : অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে ভারতের ৩৫৮ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ২২৫। এখনও ১৩৩ রানে পিছিয়ে আছে তারা। ১৩ চারে ১০০ বলে ৯৪ রানের ইনিংস খেলেন ডাকেট। ১১৩ বলে ১৩ চার ও এক ছক্কায় ৮৪ রান করেন ক্রলি। তাদের উদ্বোধনী জুটিতে আসে ১৬৬ রান। বল হাতে ৭২ রানে ৫ উইকেট স্টোকসের। ৪ উইকেটে ২৬৪ রান নিয়ে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করেন জাদেজা ও শার্দুল ঠাকুর। দিনের দ্বিতীয় ওভারেই আর্চারের বলে আউট হন জাদেজা। আগের দিন ১৯ রানে অপরাজিত শার্দুল স্টোকসের তৃতীয় শিকার। তিনি ৮৮ বলে ৪১ রান করেন। এরপরই বিস্ময় জাগিয়ে দর্শকদের তুমুল করতালির মাঝে ওল্ড ট্র্যাফোর্ডে ব্যাটিংয়ে নামেন পন্থ। প্রথম দিন পায়ে গুরুতর চোট পেয়ে ৪৮ বলে ৩৭ রান নিয়ে মাঠ ছেড়েছিলেন এই কিপার-ব্যাটসম্যান। স্ক্যানে তার পায়ের পাতার হাড়ে চিড় ধরা পড়েছে। তাতে ব্যাটিংয়ে অস্বস্তি থাকলেও অদম্য মানসিক শক্তির পরিচয় দিয়ে লড়াই চালিয়ে যান পন্থ। আর্চারকে ছক্কায় উড়িয়ে ভারতের হয়ে টেস্টে সর্বোচ্চ ছক্কার রেকর্ডে বীরেন্দ্র শেহবাগের পাশে বসেন তিনি, দুজনেরই ৯০টি করে ছক্কা হাঁকিয়েছেন। এ দিন তিনি যোগ করেন আরও ১৭ রান। আর্চারের বলে বোল্ড হয়ে তার ইনিংস শেষ হয় ৫৪ রানে। এর মাঝে ওয়াশিংটন (৯০ বলে ২৭) ও আনশুল কাম্বোজকে শূন্য রানে ফিরিয়ে ২০১৭ সালের সেপ্টেম্বরের পর প্রথমবার টেস্টে পাঁচ উইকেট নেন বেন স্টোকস। পরে জাসপ্রিত বুমরাহকে ফিরিয়ে ভারতের ইনিংস গুটিয়ে দেওয়ার পাশাপাশি তৃতীয় উইকেট শিকার আর্চারের।

You might also like!