Country

9 hours ago

Amit Shah: মাদক কারবারীদের শাস্তি দিতে কোনও খামতি রাখবে না সরকার : অমিত শাহ

Amit Shah
Amit Shah

 

নয়াদিল্লি:  মাদক কারবারীদের শাস্তি দিতে কোনও খামতি রাখবে না সরকার, হুঁশিয়ারি দিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, ওপর থেকে নীচ এবং নীচ থেকে ওপর গোটা দেশ জুড়ে তল্লাশি চালানোর পরিপ্রেক্ষিতে সাম্প্রতিককালে ১২ টি আলাদা মামলায় ২৯টি মাদক চোরাচালানকারীকে দোষী সাব্যস্ত করা সম্ভব হয়েছে। সামাজিক মাধ্যমে একটি পোস্টে তিনি জানান, নরেন্দ্র মোদীর সরকার টাকার বিনিময় যুব সমাজকে ড্রাগের নেশায় আচ্ছন্ন করার বিরুদ্ধে সার্বিক লড়াই শুরু করেছে। নিখুঁত তদন্তের সাহায্যে ড্রাগ চোরাচালানকারীদের চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করা হবে এবং আগামী দিনে মাদক মুক্ত ভারত গঠন করা হবে।

You might also like!